বাংলার জনগন নির্বাসিত পাকিস্তানের দুর্দিনের বন্ধু হয়ে উঠতে চাইছে বাংলাদেশ। এর আগেও নির্বান্ধব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্য অনেক দল যখন অনাগ্রহী ছিল, সফর করে এসেছিল দেশটিতে। আর শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর পাকিস্তান যখন ভেন্যু হিসেবে একেবারেই ব্রাত্য, আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডই অন্য সুরে কথা বলছে। আইসিসি নিরাপত্তার সবুজ সংকেত দিলে আগামী এপ্রিলে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে বলেও একরকম জানিয়ে দিয়েছেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
প্রায় তিন বছর হতে চলল পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয় না। লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে বর্বর সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তান হারিয়েছে বিশ্বকাপের ভেন্যুও। করাচিতে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর গত মে মাসে নির্ধারিত পাকিস্তান সফরটিও বাতিল করেছিল শ্রীলঙ্কা; যেটি ভেন্যু পাল্টে এখন সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে।
কিন্তু এভাবে ভিনদেশকে ‘হোম’ বানিয়ে আর কত দিন? পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাকা আশরাফ তাই প্রতিশ্রুতি দিয়েছেন, পাকিস্তানে আবার ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছেন।
সে ক্ষেত্রে দ্রুতই সাফল্য আসতে পারে। কারণ পিসিবির প্রস্তাবটি ইতিবাচকভাবেই বিবেচনা করছে বিসিবি।
বার্তা সংস্থা এএফপিকে বিসিবি প্রধান আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আশরাফের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে নিতে তৎপর। আমাদেরও সফরের প্রস্তাব দিয়েছেন।
পাকিস্তানে সফর করার ব্যাপারে আমাদেরও দায়বদ্ধতা আছে। তবে এর আগে আমাদের আইসিসির কাছ থেকে সবুজ সংকেত পেতে হবে। ’
যে দায়বদ্ধতার কথা কামাল বলছেন, সেটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) বেঁধে দেওয়া। সূচি অনুযায়ী আগামী এপ্রিলে টেস্ট ও ওয়ানডে খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে অন্য দলগুলোর মতো বাংলাদেশও এই সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে কি না, এমন একটা প্রশ্নও আছে।
’
যদিও কামালের কথায় এই ইঙ্গিত আছে, আইসিসি সবুজ সংকেত দিলে পাকিস্তানে সফর করবে বাংলাদেশ, ‘বিষয়টি নিয়ে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। সিরিজ হলে এর জন্য তো তাদেরও আম্পায়ারসহ অন্য কর্মকর্তাদের পাঠাতে হবে। তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিষয়টি নিয়ে আমরা পাকিস্তানের সঙ্গেও আলাপ চালিয়ে যাব। ’
কদিন পরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল।
ওই সফরে পিসিবির কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। সে সময়ই বিষয়টি নিয়ে দুই পক্ষে আলোচনা হবে বলে জানিয়েছেন কামাল। আন্তর্জাতিক ক্রিকেট সরাসরি উপভোগ থেকে বঞ্চিত পাকিস্তানিদের জন্য সমবেদনা জানিয়ে বলেছেন, ‘পাকিস্তানের মানুষ ক্রিকেটপ্রেমী। তা ছাড়া একটা সময় কোনো না কোনো দলকে পাকিস্তান সফর করতেই হবে। ’ জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের সফরও শুরু করার ব্যাপারে বিসিবি ইতিবাচক বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকেই আইসিসির ভবিষ্যৎ সহসভাপতির নাম প্রস্তাব করা হবে, যিনি একসময় আইসিসির প্রধানও হবেন। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির প্রধান হতে আগ্রহী কামালের জন্য পাকিস্তানের সমর্থন তাই খুবই জরুরি। এএফপি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।