প্রথমেই হুমায়ন আহমেদের দ্রুত রোগমুক্তি কামনা করছি। আশা করছি, সুস্বাস্থ্য নিয়ে যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন। যাইহোক,
ইদানিং হুমায়ন আহমেদের লেখা নিয়মিত প্রথম আলোতে প্রকাশিত হচ্ছে। আমিও পড়ছি নিয়মিত। ভালই লাগছে।
মাঝে মাঝে উঁনার নাটকও দেখতাম, মজা পেতাম। উঁনি অনেক বড় মাপের লেখক এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আজকের প্রথম আলোর (১৭/১১/১১) গল্পটা পড়লাম। আগের গল্পের সাথে একটু মিল পেলাম। তা হচ্ছে, আমি লেখক মানুষ।
আগের আর্টিকেলেও লিখেছিলেন, আমি লেখক মানুষ, আমি ........করি/করিনা (ঠিক মনে পড়ছে না)। আজকে বলেছেন, আমি লেখক মানুষ, আমার রুচিবোধ আছে। তাহলে,
যারা লেখক নয়, তাদের কি রুচিবোধ নেই?
উনার সম্পর্কে কটুক্তি করা আমার উদ্দেশ্য নয়। বড় মাপের লেখক হলে এভাবে বলা যায় কি না আমার জানা নাই। আপনারা কি মনে করেন? একটা কথা বলতে ইচ্ছে করছে, মেয়ের বয়সি কাউকে বিয়ে করাটা কি খুব রুচিসম্মত কাজ?
সুত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।