Mahmood Khan ১. যাদের শুধুমাত্র খাদ্য নিয়ন্ত্রণ ও হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছেন, তাদের অভ্যাসের কোন পরিবর্তনের প্রয়োজন নেই।
২. যাদের মেটফরমিন তিন বেলা খেতে হয়, তাদের মোট ডোজের দুই তৃতীয়াংশ ইফতারের সময়, এক তৃতীয়াংশ সেহেরীর সময় খেতে হবে।
৩. যাদের মেটফরমিন দুই বেলা খেতে হয়, তাদের সকালের ডোজ ইফতারের সময়, রাতের ডোজের অর্ধেক সেহেরীর সময় খেতে হবে।
৪. যাদের মেটফরমিন এক বেলা খেতে হয়, তাদের একই ডোজ ইফতারের সময় খেতে হবে।
৫. যাদের পায়োগ্লিটাজোন বা রসিগ্লিটাজোন এক বেলা খেতে হয়, তাদের কোন পরিবর্তনের প্রয়োজন নেই।
৬. যাদের গ্লিমেপিরাইড বা গ্লিক্লাজাইড এক বেলা খেতে হয়, তাদের একই ডোজ ইফতারের সময় খেতে হবে। প্রয়োজনে ডোজ কিছুটা কমাতে হবে।
৭. যাদের গ্লাইবেনক্লামাইড বা গ্লিক্লাজাইড দুই বেলা খেতে হয়, তাদের সকালের ডোজ ইফতারের সময় খেতে হবে। সেহেরীর সময় রাতের ডোজের অর্ধেক খেতে হবে।
৮. রেপাগ্লিনাইড শুধুমাত্র ইফতার ও সেহেরীর সময় খেতে হবে।
৯. ভিলডাগ্লিপটিন, সিটাগ্লিপটিন ডোজের কোন পরিবর্তনের প্রয়োজন নেই।
১০. যাদের এক বেলা ইনসুলিন (লং একটিং এনালগ) নিতে হয়, তাদের ডোজের কোন পরিবর্তনের প্রয়োজন নেই।
১১. যাদের দুই বেলা ইনসুলিন নিতে হয়, তাদের মোট ডোজের অর্ধেক ইফতারের সময় এবং মোট ডোজের এক চতুর্থাংশ সেহেরীর সময় নিতে হবে।
১২. যাদের তিন বেলার ইনসুলিন নিতে হয়, তাদের মোট ডোজের অর্ধেক ইফতারের সময় এবং মোট ডোজের এক চতুর্থাংশ সেহেরীর সময় দিতে হবে।
১৩. জিএলপি-১ এগোনিস্ট (লিরাগ্লুটাইড) ডোজের কোন পরিবর্তনের প্রয়োজন নেই।
বি:দ্র: সব ডায়াবেটিক রোগীর জন্য এই পরিবর্তনগুলো নাও মানাতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে ডোজ নির্ধারণ করবেন।
--------------------------------------------------------------------------
দেহ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।