আমাদের দেশে রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ে। রমজানে যখন ব্যবসায়ীদের উচিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম সহনীয়া পর্যায়ে রেখে মুসলমানদের রোযা পালনে সহায়তা করা সেখানে তারা আরো দাম বাড়িয়ে দেয় বেশী লাভের আশায়। এদের অনেকে আবার ইসলামের কথা উঠতে বসতে বলেন, নামায পড়েন কিন্তু মুসলামানদের ভোগান্তি দেয়ার ক্ষেত্রে সবার আগে।
আমরা যারা ক্রেতা তাদেরও ভাবা দরকার। রোযা আসলে সংযমের মাস।
অথচ রোযায় আমরা সবকিছুই বেশী বেশী চাই। আমার কেনার ক্ষমতা আছে বলেই আমি প্রয়োজনের অতিরিক্ত কিনবো সেটা কি ঠিক? আমি বাজারে বেশী চাহিদা তৈরী করার কারনে চাহিদা ও যোগানের যে ভারসাম্যহীনতা তৈরী হয়, সেই ফাকে ব্যবসায়ীরা সুযোগ পায় আমাদের শোষন করার। আমাদের বাড়তি চাহিদার কারনে যে শুন্যতা তৈরী হয়, তার কারনে প্রধানতঃ ক্ষতিগ্রস্থ হয় তারা যাদের নুন আনতে পান্তা ফুরোয়। তারা বাড়তি চাহিদা তৈরী করে না কিন্তু তারাই ভোগান্তির শিকার, কারন তাদের বেশী দাম দিতে হয়।
সামনে রমজান, আমরা বিষয়টা ভেবে দেখতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।