আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র রমজানে আমাদের কি কি লাভ হয় -

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

বাংলাদেশ এ রমজান মাস শুরু হয়ে গিয়েছে । বাহিরের দেশগুলোতে আমাদের থেকে ১টা রোজা বেশি হয়েছে । এই পবিত্র মাস এ সমগ্র মুসলিম সম্প্রদায়ের অনেক লাভ হয়। আসুন দেখি কি কি লাভ আমরা পাই এই মাস থেকে । • ১ মাস রোজা রাখার সওয়াব পাওয়া • নিয়মিত নামাজ পড়া ।

যারা ১১ মাস নামাজ পরেন না তারা এই মাস এ নামাজ পড়া থেকে বিরত থাকেন না • সংযম পালন করা • রাজনিতির ময়দান অনেক ঠান্ডা থাকে এই সময় • নেতা নেত্রী দের একজন আর একজন কে শুভেচ্ছা আর দাওয়াত পাঠান । • অফিস এর সময় অনেক কম থাকে • আধুনিক মেয়েরা ফ্যাশন করতে পারে না। ফলে রোজাদারেরা তাদের চোখ কে সংযত রাখতে পারেন । • এই মাস এ সবাই আল্লাহ এর সন্তুষ্টি লাভের আসায় বেশি বেশি সওয়াব পালন করেন । • স্কুল কলেজ সব বন্ধ থাকে ।

• মোটা কমাতে যারা চান তাদের জন্য রোজা অনেক উপকারি • এই মাস এ দানের হাত অনেক বেড়ে যায় মুসল্লিদের • মুখ দিয়ে খারাপ কথা বের কম হয় । • আর সব থেকে বড় বেপার রমজান মাস নিয়ে অনেক লেখা ব্লগ এ প্রকাশ পায় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.