চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ যেথা শির / সেইখানে পরাজয়ে ডরে না বীর ! কেউ যদি প্রশ্ন করে বিশ্বের বৃহত্তম মরুভুমি কোন টি, শতকরা ৯৮ ভাগ ই উত্তর দেবে সাহারা ।
।
।
।
বিশ্বের বৃহত্তম মরু ভুমি কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে- এন্টার্কটিকা
জনৈক বন্ধু কে যখন তার এই ভুলটি শুধরে দেই, সে তো পারলে আমাকে পেটাতে আসে।
হ্যা, বিশ্বের বৃহত্তম মরুভুমি টি হচ্ছে এন্টার্টিকা। মরুভুমি সংজ্ঞা অনুযায়ী, যে ভুমিতে উদ্ভিদ প্রজননে প্রয়োজনের তুলনায় কম প্রিসিপিটিশন শঞ্চিত রয়েছে তাই মরুভুমি। মরুভুমি মূলত দুই রকমের ১) শীতল মরুভুমি ২) উষ্ণ মরুভুমি।
কিন্তু প্রচলিত অর্থে মরুভুমি বলতে আমরা শুধু উষ্ণ মরুভুমি কেই বুঝি। আয়তনের ক্রমানুযায়ী বিশ্বের বৃহৎ মরুভুমি গুলোর নাম এবং আয়তন দিলাম।
১) এন্টার্কটিকা- ১৩৮২৯৪৩০ বর্গ কিমি
২) সাহারা- ৯১০০০০০ বর্গ কিমি
৩) আর্কটিক( উত্তর মেরু)- ২৬০০০০০
৪) আরব মরুভুমি(মধ্যপ্রাচ্য)- ২৩৩০০০০ বর্গ কিমি
৫) গোবি- ১৩০০০০০ বর্গ কিমি
৬) কালাহারি- ৯০০০০০ বর্গ কিমি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।