আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রচলিত গল্প



এক শহরে বানরের প্রচুর উপদ্রব ছিল। শহরবাসী বানরের অত্যাচারে অতিস্ট ছিল। হঠাৎ হ্যামিলনের বাশিওয়ালার মতন এক ব্যাবসায়ী এল সেই শহরে। সে বল্ল আমি বানর ক্রয় করবো প্রতি বানর ১০ টাকা করে। শহরবাসী হুমরী খেয়ে পড়ল বানর ধরার জন্য।

শত শত বানর ব্যাবসায়ীর খাচায় বন্দি হলো। ব্যাবসায়ী আবার ঘোষনা দিলেন আরো বানর কিনবেন প্রতিটি ২০ টাকা করে। শহরবাসী আবার হুমরী খেয়ে পড়ল বানর ধরার জন্য। বানর প্রায় শেষ হয়ে আসলো। সবাই টাকা নিয়ে খুশি মনে ঘরে ফিরে গেল।

ব্যাবসায়ী আবার ঘোষনা দিলেন আরো বানর কিনবেন প্রতিটি ৩০ টাকা করে। শহরবাসী আবার হুমরী খেয়ে পড়ল বানর ধরার জন্য। বানর একদম শেষ হয়ে গেলো। সবাই টাকা নিয়ে খুশি মনে ঘরে ফিরে গেল। ব্যাবসায়ী আবার ঘোষনা দিলেন আরো বানর কিনবেন প্রতিটি ৫০ টাকা করে।

কিন্তু শহরবাসী আর কোন বানর খুজে পেল না। সবাই আক্ষেপ করতে লাগল ইস যদি আরো বানর থাকতো!!! আর বানর না পেয়ে ব্যাবসায়ী অন্য শহরে চলে গেলেন বানরের খোজে এবং সবাইকে বলে গেলেন যদি কেউ বানর ধরে দিতে পারলেই আমি ৫০ টাকা মূল্যে ক্রয় করবো। আর এজন্য সে একজন প্রতিনিধি রেখে গেলো। শহরবাসী বানর খুজে খুজে হয়রান হয়ে গেলো কিন্তু কোথাও বানর খুজে পাওয়া গেল না। তখন ওই ব্যাবসায়ীর প্রতিনিধি বললেন আমি আপনাদেরকে ৪০ টাকা দামে আমার কাছে থাকা সব বানর বিক্রয় করতে পারি।

আমার বস আসলে আপনারা এই বানর ৫০ টাকা করে বিক্রয় করতে পারতে পারবেন। শহরবাসী হুমরী খেয়ে পরলো তাদের বিক্রয় করা বানর গুলো কিনার জন্য। সব বানর বিক্রয় করা হয়ে গেলে ঐ প্রতিনিধি গায়েব হয়ে গেলো। আর ঐ ব্যাবসায়ীর ও আর কোন দেখা পাওয়া গেল না। এই গল্প সবার জানা থাকলেও আমরা কিন্তু সবাই জেনে শুনেই শহরবাসীর মত সেই ভুল বারবার করে যাচ্ছি।

আর এই ভুলের মাশুল গুনতে হচ্ছে কখনো এমএলএম কোম্পানীতে অথবা কখনো শেয়ার বাজারে চিন্তা ভাবনা ছাড়া ইনভেস্ট করে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে সেই সব কুব্যাবসায়ী থেকে যারা সাধারন জনগনের অর্থ সম্পদ গুলো লুটে নিয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.