আমাদের কথা খুঁজে নিন

   

গাঁও

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। মনে পড়ে গাঁও তুমাকে আমার অভিরত।

আলাতুল তুমার মুখটি হাসে মম হৃদয় পটে। মাগো (গাঁও)তুমার বুকে জন্ম আমার তুমার অণ্য আমি খাই তুমার মুখচ্ছবিতে আমার প্রভূর মুখচ্ছবি পাই। মাগো তুমার (গাঁও)বুকচিরে আসা ফল মোদের প্রাণ বাচাঁয় তুমার বুকচিরে আসা প্রকৃতি মাগো (গাঁও)মোদের শুভা বাড়ায়। মাগো (গাঁও)যেখানেই থাকি আমি যত দুরেই থাকি তুমার হাসি ঘুচায় মোর শত দুঃখ,গ্লানী। তুমি মোর মা(গাঁও), প্রাণেশ্বর,সর্বেসর্বা প্রিয় তুমার আঁচল ছায়ায় মোর প্রাণ পায় স্বর্গীয় তৃপ্তি।

আমি যেদিন থাকব না মাগো(গাঁও) তুমার বুকের পরে সেদিনও আমায় রেখ মা(গাঁও) তোমার প্রাণের অন্তরে। তোমার বুকে বিরাজরত যত প্রাণ মাগো(গাঁও) সবাই আমার প্রভূ তুল্য তারা সবাই আমার প্রভূ তাঁদের তোমি রেখ মাগো(গাঁও) তোমার অন্তরের কৃপায় তাঁদের কাউকে মাগো(গাঁও) তোমি বঞ্চিত করনা তোমার স্বর্গ হতে। মাগো(গাঁও) তোমি মোর স্বর্বেসর্বা মোর সকল প্রিয়র চেয়েও প্রিয়, মাগো(গাঁও) তোমার কায়ায় মাঝে মোর সৃতিরা করে খেলা আমি যেদিন থাকব না মাগো(গাঁও) তুমার বুকের পরে আমার সৃতিগুলো রেখ মা(গাঁও) তোমার অন্তরে ছবি করে। মাগো (গাঁও)তোমার বুকে যত প্রভূর বাস তাঁদের চেয়েও প্রিয় আমার মাগো(গাঁও) তোমার বুকে বহমান লৌহজং নদী সেই নদীতে মোদের প্রাণ তৃপ্ত হয় স্নান করি, ঐ নদীর মতই মাগো (গাঁও)আমায় ভালবেস ঐ নদী মনে করেই মাগো(গাঁও) আমায় তোমার অন্তরে রেখ। মাগো (গাঁও)তোমার মুখচ্ছবিতে দেখি মোর প্রভূর মুখচ্ছবি, মাগো(গাঁও) তোমার অন্তরে দেখি মোর স্বর্গখানী মাগো (গাঁও)তোমি মোর স্বর্গ।

মাগো(গাঁও) তোমার বুকে বিরাজরত সবাই আমার প্রভূ সমতুল্য সবাই আমার প্রভূ সবাই গাহে তোমার গান আমার গানে যদি মাগো(গাঁও) পাও কোন ভূল,তবে এই হতভাগা সন্তানকে করো মাগো (গাঁও)তোমি ক্ষমা মাগো(গাঁও) তোমি মোর স্বর্বেসর্বা তোমি মোর প্রাণেশ্বর তোমার রহমতের ছায়া হতে করনা মোরে বিমুখ, মাগো(গাঁও) তোমি ছাড়া যেথায় আমি সেথায় মোর নরক, মাগো তোমিই মোর স্বর্বেসর্বা তোমিই মোর প্রাণেশ্বর তোমিই মোর স্বর্গ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।