আমাদের কথা খুঁজে নিন

   

গাঁও গেরামের ন্যাংটা পোলা

গাঁও গেরামের ন্যাংটা পোলা, খেলছে যে মন আত্মভোলা, নীল আকাশে আনাগোনা, মেঘ মাদলের সাদা ভেলা... .. . স্বর্ণকেশী ধানের শীষে, বাতাস কাটে স্বপ্নবেশে, উদোম হাসির নৃত্য খেলা, গাঁও গেরামের ঐ ন্যাংটা পোলা... .. . নীলাভ হাসির স্বপ্নমুখে, গান গেয়ে যাই আপনবেশে, লাল নীল সব ফড়িং এসে, সুধায় তাকে ভাবছে কি সে... .. . গাঁও গেরামের ন্যাংটা পোলা, আতুঁড় ঘরে নাড়ীছেড়া, দুই জীবনের নয়নতারা, সুখ দু:খের প্রণোদনা... .. . ভাবছে সে যে আপনহারা, মন মানে না বাঁধনহারা, স্বপ্ন আঁকে চোখে মুখে, রক্ত নীলাভ স্বপ্ন বুকে... .. . ভাবছি এবার দেব কিনে, মন্ডা মিঠাই রঙিন দিনে, সাথে রঙিন পোশাক আশাক, ন্যাংটা পোলার স্বপ্নের শখ... .. . ভাবছি আমি কোন সে দিনে, বাবাই আমায় দেবে কিনে, নতুন জামা পরব আমি, সবাই আমায় করবে মান্যি... .. . অবশেষে আসল সেই দিন, ন্যাংটা পোলার স্বপ্ন সুদিন, দেখব তাকে রঙিন সাজে, লাল সবুজের বঙ্গরাজ্যে... .. . কিন্তু হল স্বপ্নভঙ্গ, আজ অবধি অর্ধ উলংগ, বুকের পাজরে বত্রিশ হাড়, ন্যাংটা পোলার স্বপ্নছাড়... .. . তবুও... ... .. . গাঁও গেরামের ন্যাংটা পোলা অবুঝ মনের আত্মভোলা, মনের ভিতর উঁকিঝুকি, নিত্যনতুন স্বপ্নচ্ছবি... .. .

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।