রাত বলেছিলো জোছনা গেঁথে মালা বানিয়ে দেবে কিন্তু দস্যি জোনাকিরা কেমন করে যেন জোছনার ঘরে সিঁধ কেটেছে রাত তাই এক টুকরো সূর্য এনে টিপ পরিয়ে দিলো আমার কপালে । মুগ্ধ রাত লজ্জায় রাঙিয়ে আমায় বললো , লাল টিপে তোমায় দারুণ লাগে ! অমাবস্যা বায়না করেছে সূর্য দেখবে ; ওকে খুশি করতে রাতের সেই সূর্য রঙের টিপ আজও খোলা হয়নি অমাবস্যার সাধ্যি নেই সূর্য ছোঁয়ার তবুও অমাবস্যা চোখের কাজল হয় একসময় নিশ্চয়ই সূর্য ঘুমবে অমনি অমাবস্যা ছুঁয়ে দেবে তাকে জ্বলে মরবে জানে তবুও চাতক হবার তৃষ্ণা ! ১৪/১১/২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।