আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য তখন ডুবেছে, কিন্তু প্রজন্ম চত্বরে জ্বলেছে তারুণ্যের সূর্য!

নামটা মনে রাখবেন বেলা ১২টায় বের হয়েছিলাম ফার্মগেইটে ভণ্ড বাবা কুতুববাগীর উরসে যাবার নাম করে। সে নাকি উটের গোশত খাওয়াবে - আমার এক বন্ধু লোভ দেখালো। জুম্মার নামাজ পড়ে দেখি লোকজন তবারক খাবার জন্যে হুমড়ে পড়েছে। পরিবেশটাও ভালো লাগছিলো না। মন পড়েছিলো শাহবাগ।

না খেয়েই তাই ছুটলাম। বাসে চড়ার অভ্যেস তেমন নেই। তবুও টাকা বেশি না থাকায় বাসে চড়েই শাহবাগ গেলাম। কত্তো মানুষ কাগজে "রাজাকার + ফাসি = মুক্ত বাংলাদেশ "" লিখে সবাই সাথে স্লোগান ধরলাম। ফাসি চাই।

ফাসি চাই। কিচ্ছুক্ষন পর আবার বইমেলা থেকে ঘুরে আবার শাহবাগ এলাম। নগরে তখন সন্ধ্যা নেমেছে। প্রন্ম চত্বরে জ্বলছে তারুণ্যের আগুণ। ফিরতে ইচ্ছে করছিলো না।

ইশ, যদি সারাটা সময় থাকতে পারতাম। জয় বাংলা! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।