আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য



ওর মুখের উপর শেষ বিকালের রোদ্র এসে পরছিল । আর আমি রাস্তার ওপাশ থেকে দেখাছিলাম । বার বার মোবাইলটাকে টিপা টিপি করছিল সে । হয়তবা আমাকেই করছিল । অজান্তেই আমার মুখে হাসি চলে আসল ।

রিকশাওয়ালার কাছে টাকা ভাঙতি ছিল না । ধ্যাত আমার মনযোগ টাই নষ্ট করল । চকলেট কিনে টাকা ভাঙ্গালাম । একটা কল । তুমি কোথায় ? এইতোআমি ।

দুজনেরই অপেক্ষা । কখন দেখা হবে ? কখন? মনে হল সবাই লক্ষ্য করছে । সূর্যতার চোখেই ডুবে গেল । আর অজস্র তারা আকাশটাকে ডেকে দিল। অন্ধকার লজ্জা কে নিয়ে একপাশে গুটি শুটি মেরে বসে থাকল ।

সত্যি বলতে আশেপাশের গুন গুন ভায়োলিনের শব্দ হয়ে উঠল । আবেগের স্থান নেই তোমার কাছে তাই এত কিছুর পরও হয়তবা কোন একদিন আর পাশাপাশি হব না আমরা । নীল হয়ে তুমি আকাশে আর আমি মাটিতে মিশে যাব । আবারও কোন একদিন সূর্য একই ভাবে কারও মুখে স্বর্নালী আলো ফেলবে । কেউ হয়তবা মুগ্ধ হবে তাতে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।