কত বছর আগে এই জনপদে জেগেছেলি প্রাণ
সুপ্ত ইচ্ছের মত সোনালী বিকিরণ ঢেলে
দিয়েছিল ঝলমলে আলো
তাকে বলি র্সূয ।
র্সূয হেসে বলে, `হে মহাশয় তুমি কি জানো'
আমি সব শক্তিকে করি নিয়ন্ত্রণ
মানুষ তাতে নস্যিমাত্র !
মানুষ বলে, `এত কিসের বড়াই তোমার '
দেখবে, বুদ্ধিতে একদিন হেরেছো তুমি
তোমার বড়াই কীভাবে উনুনে চড়াই ।
তারপর ওঠে বুদ্ধির ঝড়
পাড়ায় - পাড়ায় জন্মে আইনষ্টোইন
অতপর, রবি আনে হাতরে মুঠোয়
এবার বল হে রবি, কে শক্তিধর
তুমি নাকি মানুষ?
নতজানু সূর্য বলে , মানুষ, মানুষ , মানুষ
মানুষের চেয়ে শক্তিধর এ জগতে আর কিছু নাই ।
এম জসীম উদ্দীন
১৬.৭.০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।