আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: যে ভাবেই ভাবো

হেমন্তের শেষ বিকেলে শিশির ছুঁয়েছে পায়ে পায়ে ফেলে আসা বসন্ত চেয়েছি তোমার কাছে বর্ষা দ্বিপ্রহরে। আকাশে কালো মেঘের ভিড় বৃষ্টি হবে কি হবে না ভাবতেই শুরু হলো ঝমঝম আকাশের কান্না। বৃষ্টির তালে ভাবলাম তোমায় নাচ দেখাবো তাই বুদ্ধিকরে আলগোছে বসন তুলেছি যতটা আমার পায়ের তালে তোমার দৃষ্টি উঠছে বেড়ে ততটা। নিজের ভেতরে বেঁধেছ নিজেকে শামুক খোলস করে হাজার আমিতে ছাড়ানো যে তুমি চিনবো কেমন করে? মনের অজান্তে অনেক কিছু চাই তোমার যা-ইচ্ছে দিও: ভেবনা আমি সবটুকুই চাই। সারাজীবনে তোমার পাপের ক্ষত জমা হয়েছে যত, ভাবতে পারো, আমি আর কেউ নই তোমারই সে সব ক্ষত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.