নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর ট্রেনে আগুন দেওয়ার মামলায়ও জামিন পেয়েছেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন।
রোববার নরসিংদীর জেলা ও দায়রা জজ মো. শাহজাহান বিএনপি নেতাকে জামিনের এ আদেশ দেন। এর আগে গত ১০ নভেম্বর ডাক বাংলা ভাংচুরের মামলায় জামিন পান তিনি।
লোকমান হত্যামামলায়ও গত ৯ নভেম্বর খোকনকে অব্যাহতি দেয় আদালত। এরপর দুই মামলায় জামিন পাওয়ায় খোকনের মুক্তিতে বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
গত ১ নভেম্বর আওয়ামী লীগ নেতা লোকমান খুন হওয়ার পরপরই ঢাকায় গ্রেপ্তার করা হয় নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকনকে।
লোকমান হত্যার প্রতিক্রিয়ায় নরসিংদীতে ব্যাপক ভাংচুর হয়। ঘটনার রাতেই ডাক বাংলোয় ভাংচুর হয়। পরদিন একটি ট্রেনে আগুন দেওয়া হয়।
ট্রেনে আগুন ও স্টেশন ভাংচুরের ঘটনায় মামলাটি করেছিলেন স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস।
লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই মো. কামরুজ্জামান যে মামলাটি করেছেন, তাতে আসামির তালিকায় খোকনের নাম নেই। ১৪ আসামির অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুও রয়েছেন।
বিএনপি দাবি করে আসছে, হয়রানির উদ্দেশ্যে খোকনকে এ মামলায় জড়ানো হয়েছে। তাদের দাবি, আওয়ামী লীগের অন্তর্কোন্দলেই লোকমান নিহত হয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।