আমাদের কথা খুঁজে নিন

   

রেলে ধারাবাহিক নাশকতা

ধারাবাহিক নাশকতায় বিপর্যস্ত হয়ে পড়েছে রেল যোগাযোগ। বিরোধী দলের অবরোধের তৃতীয় দিনেও গতকাল বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা, আগুন, ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রেলে ভয়াবহ এ পরিস্থিতির মধ্যে হামলা হয়েছে লঞ্চেও।

কুমিল্লায় ফিসপ্লেট খুলে ফেলায় ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। চাঁদপুরে ঈগল লঞ্চে হামলা ও রেললাইনে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাঁচটি ককটেল নিক্ষেপ ও নোয়াখালীতে তিনটি বগি ভাঙচুর করা হয়েছে। নওগাঁ ও বগুড়ায় লাইন উপড়ে ফেলা হলেও দ্রুত কর্মকর্তাদের নজরে আসায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ রুটে ৩৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে তিন দিন ধরে চলা এ নৈরাজ্যে কমে গেছে যাত্রী সংখ্যা। ভেঙে পড়েছে ট্রেনের সময়সূচি।

জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। পরে তা ১২ ঘণ্টা বাড়ানো হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : অশোকতলায় ফিসপ্লেট খুলে ফেলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এঙ্প্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১১ ঘণ্টা পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের ঊধর্্বতন সিনিয়র সহকারী প্রকৌশলী (কুমিল্লা) হামিদুল হক জানান, 'দুর্বৃত্তরা রেললাইনের দেড়শ ফুট ফিসপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ট্রেনটির পাঁচ শতাধিক যাত্রী। ' চালক জালাল আহমেদ জানান, স্থানটি কুমিল্লা রেলস্টেশনের আউটারের কাছে হওয়ায় গতি কম ছিল। তাই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

নওগাঁ : আত্রাই উপজেলার থাওইপাড়া নামক স্থানে বুধবার রাতে রেললাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। ফলে রাত সাড়ে ৩টা থেকে উত্তরাঞ্চলের ১২টি জেলার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকাগামী নীলসাগর, একতা, সীমান্ত, লালমনিরহাট ও রংপুর এঙ্প্রেস ট্রেন সান্তাহার, আহসানগঞ্জ, নাটোরসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে লাইন মেরামত করা হলে ট্রেন চলাচল শুরু হয়। চাঁদপুর : সকালে শহরের কোর্ট স্টেশন এলাকায় রেললাইনে আগুন দেন অবরোধকারীরা।

এতে স্টেশন এলাকার পাশে রেল ব্রিজের উপরের কিছু কাঠ পুড়ে গেছে। অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে ঈগল লঞ্চ ছাড়ার কিছু আগে হামলা চালান ছাত্রদল কর্মীরা। ঘাট শ্রমিকরা তাদের প্রতিরোধ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বগুড়া : বগুড়া রেলস্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে ছাতিয়ানতলা নামক স্থানে বুধবার রাত সাড়ে ১২টার দিকে প্রায় ৭২ ফুট লাইন উপড়ে ফেলেন অবরোধকারীরা। তারা গ্যাস দিয়ে লাইন কেটে ফেলেন এবং চার ফুট নিয়ে যান।

স্থানীয়রা খবর দিলে রাত ১টার দিকে রেল কর্মকর্তারা ঘটনাস্থলে যান। লাইন মেরামত করা হলে প্রায় আট ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। এ সময়ে রেলস্টেশনের দুই দিকে পাঁচটি ট্রেন আটকা পড়ে। লালমনিরহাট : সকাল ৯টার দিকে মহেন্দ্রনগর রেল গেট এলাকায় লাইনের ফিসপ্লেট খুলে নেন অবরোধকারীরা। এতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রেন মহেন্দ্রনগর স্টেশনে আটকা পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া : সকাল ১০টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এঙ্প্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করার সময় দুর্বৃত্তরা পাঁচটি ককটেল নিক্ষেপ করে। স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, রেলগেট অতিক্রম করার সময় ককটেল ছোড়া হয়। তবে ট্রেনের জানালা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি। ওদিকে অবরোধের প্রথম দিন ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের রেললাইন উপড়ে ফেলা, চট্টলা ট্রেনে আগুন-ভাঙচুর ও ইমামবাড়ি স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় দুটি মামলা হয়েছে। টঙ্গী : সকাল সাড়ে ৭টার দিকে জামায়াত-শিবির কর্মীরা টঙ্গীর বনমালা এলাকায় রেললাইনের ওপর অবস্থান নেন।

তারা কাঠের গুঁড়ি ফেলা ছাড়াও লাকরি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। নোয়াখালী : বুধবার রাতে সোনাইমুড়ি স্টেশনে নোয়াখালী এঙ্প্রেসের তিনটি বগি ভাঙচুর করেন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর : রাজেন্দ্রপুরে অগ্নিবীণা ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধারকাজ শেষে প্রায় ৩৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেলা ১১টা ৪০ মিনিটে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়।

উদ্ধারকাজে নিয়োজিত রেলওয়ে ঢাকা-১ এর সহকারী নির্বাহী প্রকৌশলী ওয়াজির রহমান মজুমদার জানান, রাজেন্দ্রপুর স্টেশনের দক্ষিণে শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় দুর্বৃত্তরা লাইনের ফিসপ্লেট ও ক্লিপ খুলে ফেলে। এতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটের ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়। দিনাজপুর : অবরোধের তৃতীয় দিনেও স্টেশন থেকে দোলনচাঁপা, দ্রুতযান ও কাঞ্চন এঙ্প্রেসসহ কোনো ট্রেন ছেড়ে যায়নি। স্টেশনের টিকিট মাস্টার হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকাল থেকে শহরের নিমনগর ফুলবাড়ীতে রেললাইনে অবস্থান নিয়েছেন ১৮ দলের নেতা-কর্মীরা। সূত্র জানায়, আদিতমারী, নশরতপুর, মহেন্দ্রনগর, চিরিরবন্দর ও জয়পুরহাটে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.