আমি একটু গাধা টাইপ , মজা করে প্রায়ই বলতাম কথাটা । মজাটা ইদানিং কড়া নাড়ছে মগজে , সত্যি সত্যি গাধা লাগছে ! পরকে খুব আপন ভাবছি , প্রমাণ সমেত ধরা পরলেও মনে হচ্ছে থাক , বেচারা ! আহা ! না হয় একটু ভুল করেই ফেলেছে , আসলে ও আমাকে কত্ত আপন ভাবে । ছোবল দেবে জেনেও শত্রুকে বুকে টানছি , নকল হাসি -কান্নায় সংক্রমিত আমি অভিনয় দেখি , হাতে তালি দেই আর ভাবি - সবার জন্য অভিনয় হলেও আমায় সে সত্যিই বলে । মোহিনী হাসির আড়ালের মিথ্যে আমায় বোধহীন করে ফেলে , কল্পনার ফানুস উড়তে উড়তে চলে যায় দৃষ্টির আড়ালে । মিথ্যে আশা , মিথ্যে স্বপ্ন , বানের জলের মতো ভাসিয়ে নেয় ; সব ফুরিয়ে গেলে ভাবতে বসি - কিছুই মেলে না , বোকার মতো মাথা চুলকাই ; ভাবি , আমি এতো গাধা কেন ? ২০।০৯।২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।