আমাদের কথা খুঁজে নিন

   

ছিলাম গাধা,আছি গাধা-১

n

ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন হবে। প্রথানুযায়ী ১ রোল ধারী নয় রীতিমত গনতান্ত্রিক পন্থায় ভোটের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন। তবে প্রচারণার কোন সুযোগ ছিল না,কারন স্যার ঘোষণা দিলেন সেদিনই হবে নির্বাচন। যারা যারা ক্যাপ্টেন হতে ইচ্ছুক তারা স্যারের কাছে গিয়ে দাঁড়াল। ঘনিষ্ঠ বন্ধুদের কয়েকজনকে দেখে আমিও গা ঝারা দিলাম।

ভোটের পদ্ধতি হলো,ছাত্র ছাত্রীরা যাকে ক্যাপ্টেন হিসেবে চায় তার নামটি স্যারের সামনে এসে একটি কাগজে লিখে স্যারের কাছে জমা দিতে হবে। সব ছাত্র ছাত্রীর ভোট দেয়া শেষ হলে আমরা যারা ক্যাপ্টেন হতে ইচ্ছুক তাদের পালা এলো। আমি বীর দর্পে স্যারের কাছে গিয়ে তখনকার প্রিয় বন্ধু রত্নেশ্বরের নাম লিখে স্যারের কাছে দিলাম। স্যার কাগজটি হাতে নিয়ে হাসতে হাসতে বললেন,গাধা নিজের ভোট আরেকজনকে দিয়েছে! ভোটের ফলাফলে রত্নেশ্বর ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হলো। আর মফিজের প্রাপ্ত ভোট শূন্য।

আমি কি গাধা ছিলাম?যোগ্য প্রার্থীকেই তো ভোট দিয়েছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.