আইজ আমারে আনিয়া দেও রে আছমানেরি চঁান................................. কানা লালন বেদ বিধির পর শ্বাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারে, চল এবার ভব পাড়ে, নিজে কানা পথ চেনে না, পর কে ডাকি বারংবার। এসব দেখি কানার হাট বাজার। পন্ডিত কানা আহংকারে, সাধু কানা অনবিচারে। পন্ডিত কানা আহংকারে, মোড়ল কানা যুগর খোরে, আন্দাজে এক খুটি গেড়ে, জানে না সীমানা কার, এসব দেখি কানার হাট বাজার। কানায় কানায় হল মেলা, বোবাতে খায় রসগোল্লা গো। আবার লালন বলে বাদনা কানা ঘুমের ঘোরে দেয় বাহার এসব দেখি কানার হাট বাজার। বেদ বিধির পর শ্বাস্ত্র কানা আরেক কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।