মানুষ তার আশার সমান বড়...
ফেসবুকটাকে আজকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। বেশ কিছুদিন আগে রেজি: করে রাখলেও একে নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই। আজাইরা বসে থাকলে যা হয়। আজ, কিছু কেরামতি করলাম। মেঘলা একটা দিন।
স্যাঁতস্যাঁতে আর বিদঘুটে বিষন্ন। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। আরে বাপ নামলে একটু জোরেসোরে নাম :!
ফেস বুকে নিজের নাম লিখে search দিলাম। জগতে কি ৩ নাম্বার আমি নাইক্কা? বহুত মর্মাহত হলাম। যেইনা একটা নাম পাওন গেলো সেটার আবার লিংক ইনএ্যাকটিভ!
ফেসবুক মজা লাগছে, এখন।
লামিয়ার ফেস বুকের পুরোটা দেখেছি, শাওনের টা অর্ধেক, ওয়ালীর টা প্রায় শেষ। বাদবাকীদের না দেখলেও চলবে। পরে কোনো এক সময় যদি এমন আজাইরা কামে ব্যস্ত হতে ইচ্ছে করে তখন ভেবে দেখা যাইবে। আপাতত চোখ ব্যাথা করছে। জোরে সোরে গান শুনার ব্যবস্থা করা যাক, সাথে এককাপ রঙ চা হলে কেমন হবে?
দাওয়াত সবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।