আমাদের কথা খুঁজে নিন

   

কানা ঘোড়ার দৌড়



আগের দিনে গ্রামে গ্রামে ঘোড়া দৌড়ের আয়োজন করা হতো। তো কোন এক গ্রামে একবার ঘোড়া দৌড়ের আয়োজন করা হলো। নির্দিষ্ট দিনে ঘোড়া দৌড় শুরু হবে। সবকিছুই মোটামুটি ঠিকঠাক কিন্তু সমস্যা দেখা দিল একজায়গায়। মোট প্রতিয়োগীর সংখ্যা দশ জন কিন্তু ঘোড়া সংগ্রহ করা গেল মোট নয়টি।

যে দশ জন প্রতিযোগী নেওয়া হয়েছে তাদের কাউকে রেখে কাউকে বাদ দেওয়া সম্ভব নয়। এখন একটা ঘোড়া কোথায় পায়। অনেক খোজাখুজি করে অবশেষে ঘোড়া একটা পাওয়া গেল কিন্তু তাও আবার এক চোখ কানা। ঘোড়ার মালিক ছিল একজন অন্ধ ভিক্ষুক। সে তার এই একচোখ কানা ঘোড়া নিয়ে বাড়ি বাড়ি ঘুড়ে ভিক্ষা করত ।

বিষয়টি প্রতিযোগীদের জানানো হলো না। প্রতিযোগীতা শুরুর আগে ঘোড়াগুলো একদিকে রাখা হলো আর প্রতিযোগীদের অন্যদিকে। বলা হলো যে আগে গিয়ে যে ঘোড়া নিবে সেটাই তার ঘোড়া। ঠিক তাই করা হলো এবং কানা ঘোড়াও একজনের ভাগ্যে পড়ল কিন্তু সে জানল না। প্রতিযোগীদের বলে দেওয়া হলো গ্রামের চারপাশ দিয়ে একবার ঘুরে আসতে হবে।

নির্দিষ্ট সময়ে দৌড় শুরু হলো। গ্রামের লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। তাদের মাঝে চরম উত্তেজনা কার ঘোড়া ফার্স্ট হয়। পাঠক বলুনতো কোন ঘোড়াট ফার্স্ট হবে। নিশ্চয় ভাবছেন কানা ঘোড়াটাই ফার্স্ট হবে কারন কছ্ছপ যদি খরগোশের সংগে জিততে পারে তাহলে কানা ঘোড়া পারবে না কেন? আসলে ঘটনা তা নয় ঘটনা অন্যদিকে।

একসময় সব ঘোড়া ফিরে এলো এবং একজন ফার্স্ট ও হলো কিন্তু একটা ঘোড়া এখনো এলোনা । সবার একটাই প্রশ্ন কি ব্যাপার একটা ঘোড়া গেল কোথায়? অবশেষে সকাল গড়িয়ে যখন বিকেল হলো তখন সেই ঘোড়া ফিরে এলো। সবাই জিঞ্জেস করল, কিরে ঘোড়া নিয়ে তুই কোথায় ছিলি? ঘোড়ার প্রতিযোগী তখন রেগে মেগে বলল তোমরা আমাকে কি ঘোড়া দিয়েছো। এই ঘোড়া আমাকে নিয়ে গ্রামের সব বাড়ি বাড়ি ঘুরে তার পর এখানে এলো। আমি এটাকে যতই পিটাই ততই এটা এক বাড়ি থেকে আরেক বাড়ি যায়।

এ আবার কেমন ঘোড়া? পাঠক বুঝতেই পারছেন প্রতিযোগীর তখন নাজেহাল অবস্থা। কিন্তু ঘোড়ার কি দোষ, সে তার যা অভ্যাস তাই করেছে। কাজেই আমাদের প্রতিদিন এমন সব কাজের অভ্যাস করা উচিত যা আমাদের জন্য মঙ্গলজনক, ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকা উচিত। কারন অভ্যাস ভয়ানক জিনিস। ( সংকলিত )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।