আমি তথাগতা, বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর... তারপর এ মুহুর্তে Kaivlya Education Foundation - এ Gandhi Fellow... আমার ছোটো বেলার অনেকটা সময় কেটেছে পশ্চিমবংগের উত্তরাংশের একটি ছোট্ট শহরে। ' মালবাজার'... নামটা অদ্ভুত শোনায় জানি। তবে বড্ড সুন্দর ছিল জায়গাটি সে সময়। পাহাড়তলী-সমতল চরিত্রের শহরটি, আমার ছোটবেলাটিকে ঘিরে রেখেছিল ঘন সবুজ রং দিয়ে, আমার ছোট্ট পায়ে দৌড়ে দৌড়ে হাঁপিয়ে যাওয়া বিশাল মাঠ আর বাঁশবাগানে লুকোচুরি খেলা। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি, যে ভারত এ এখন আমি থাকি, সেখানে এমন ছোটবেলা আমার সমবয়সী খুব কম মানুষেরই কেটেছে। ঐ প্রাণ খোলা শহরটার বুকে নানান খেলা খেলত ' ছোট্ট আমি ' । তার মধ্যে আমার একান্ত পছন্দ - ' কানা মাছি ভোঁ ভোঁ '... আজ আমি ' প্রাথমিক শিক্ষা ' -এর সীমানায় শিশুর সার্বিক বিকাশ এর বিশাল কর্মকান্ডে ছোটখাটো কিছু যোগদান করার প্রচেষ্টা চালাই; সেই সুত্রে স্বাভাবিক ভাবেই কিছু পড়াশুনো করতে হয়। এই খানিক আগে আমি জানতে পেলাম, আমার ছোট বেলার প্রিয় খেলাটি ছোটদের ' মোটর স্নায়ুতন্ত্রের ' বিকাশে সাহায্য করে!!! বেশ লাগল... কত সহজ বিষয়, অথচ আজ কত কঠিন হয়ে উঠেছে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।