সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এজহারুল ইসলাম বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেন।
২৭টি ওয়ার্ডের মধ্যে ২ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
গত ২৯ এপ্রিল খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রতিটি সিটিতেই একটি করে ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে বলে তফসিল ঘোষণার সময় জানানো হয়।
তফসিল অনুযায়ী ১৫ জুন চার সিটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। রোববার (১২ মে) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।