আমাদের কথা খুঁজে নিন

   

এবার কেএফসিতে ফ্রায়েড তেলাপোকা!

জন্মের আইলসা একটা পোলা কেএফসির ফ্রায়েড চিকেনের মধ্যে পাওয়া গেছে তেলাপোকা। এ নিয়ে ভূক্তভোগী ক্রেতার পরিবারের সঙ্গে বাদানুবাদের ঘটনাও ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কেএফসির পল্টন শাখায় এ ঘটনা ঘটে। > > > ফ্রায়েড চিকেনের বিশ্বখ্যাত বিক্রেতা ক্যান্টাকি ফ্রায়েড চিকেন (কেএফসি)র বাংলাদেশি আউটলেটগুলোতে নিম্নমানের খাবার পরিবেশন ও ত্রেতাদের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ অব্যাহত রয়েছে, শুক্রবার সন্ধ্যার ঘটনা তারই সর্বশেষ উদাহরণ। পল্টনের ব্যবসায়ী সাদিক আলীর অভিযোগ থেকে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় তার ভাগ্নে মর্তুজা পল্টন কেএফসি থেকে ৪টি ফ্রায়েড চিকেন এবং দুটি জিঞ্জার বার্গার কেনেন।

বাসায় গিয়ে প্যাকেট খুলে খেতে গিয়ে তারা একটি চিকেনের মধ্যে তেলাপোকা আবিস্কার করেন। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তারা তাৎক্ষণিক অভিযোগ করতে পল্টন যান। কিন্তু শুরুতে পল্টন শাখা কেএফসির ম্যানেজার ইসমাইল অভিযোগটি অস্বীকার করে বলেন, ‘এটি আমাদের এখান থেকে কেনা নয়। ’ পরে ক্রেতা চিকেন ক্রয়ের রশিদ দেখালে তিনি ভুল স্বীকার করেন। এ ঘটনায় অভিযোগকারী এবং উপস্থিত ক্রেতাদের বাদানুবাদে আশেপাশের মানুষ জড়ো হয়।

এক পর্যায়ে অভিযোগকারী সাদিক আলীকে ভেতরে রান্নাঘর দেখাতে নিয়ে যায় কেএফসি কর্তৃপক্ষ। এ সময় সংবাদিকদের প্রশ্নও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.