আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের খেলনা- (কুকুর)

"লেখা কম, পড়া বেশি" ব্লগার কয়েক বছর আগে অরিগামি (বিশেষ ধরনের কাগজের খেলনা) নিয়ে একটা লেখা লিখেছিলাম। ইচ্ছা ছিল সেটা চালিয়ে যাব। কিন্তু সমস্যা হল বইয়ের পাতায় আঁকা ছবি দিয়ে পাঠকদের বোঝানো খুব কষ্টকর কাজ। ক্যামেরাও ছিল না। তাই ছবি তুলে পোস্ট দেওয়াও সম্ভব হয়নি।

সম্প্রতি একটা সস্তা ক্যামেরা ওয়ালা ফোন পেয়েছি। সেটা দিয়ে ছবি তুলে এই পোস্ট টা দিয়ে ফেল্লাম। আসুন, আজ একটা কাগজের কুকুর বানাই। বাসার পিচ্চিদের এসব বানিয়ে দিলে নিশ্চয় খুব খুশি হবে। এই বিষয়ে আমার স্কুল জীবনের কথা মনে করতে পারি।

সে সময় আমার যে বন্ধুটা কাগজ দিয়ে আজব আজব সব জিনিস বানাতে পারতো, তাকে আমরা খুব তোয়াজ করতাম। বিনিময়ে সে আমাদের ঐসব খেলনা বানানো শেখাতো। আর একটা বিষয় হল কাগজ ভাঁজ করে খেলনা বানাবার সময় জ্যামিতির গুরুত্বপূর্ণ অনেক কিছু খুব সহজে শেখা যায়। সেটা মনে হয় শিশুর মেধাবিকাশেও কাজে লাগতে পারে। আপনার ফেলে দেওয়া একটুকরো কাগজ থেকে বাড়ির ছোট বাবুটা একটু মজা পেলে ক্ষতি কি? এটা কিন্তু কম্পিওটারে গেম খেলার চেয়ে কম আনন্দের নয়।

তবে আর দেরি কেন? আসুন শুরু করে দিই— প্রথমে একটুকরো কাগজ নিই 1. সেটাকে বর্গাকারে কেটে নিই 2. 3. 4. 5. 6. 7. 8. এখন বর্গাকার কাগজের মাঝামাঝিতে ছবির মত ভাঁজ করে নিই 9. 10. 11. 12. 13. 14. এখন নিচের ছবি অনুসারে একে একে কাজগুলো করতে থাকি 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. এবার কাগজটা উল্টে নিন। 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. এবার কলম দিয়ে কুকুরের চোখ-মুখ আঁকুন 36. তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কাগজের কুকুর। 37. 38. পুরো প্রক্রিয়াটা এক নজরে দেখে নিতে পারেন নিচের ছবি থেকে। 39. আমার লেখার হাত খুবই জঘন্য। কিছুই লিখতে পারিনা।

তাই এইসব হাবিজাবি নিয়ে পোস্ট দিচ্ছি। উপরের ছবির কোনটা বুঝতে সমস্যা হলে ছবির নম্বর সহ মন্তব্যের ঘরে জানান। আরও বিস্তারিত ভাবে বোঝানোর চেষ্টা করবো। উপরের কোন ছবি দেখতে সমস্যা হলে এই লিংকে গিয়ে বড় করে দেখুন । বি:দ্র: এই খেলনা বানাবার পদ্ধতি আমি নেট থেকে সংগ্রহ করেছি।

শুধুমাত্র ছবি তোলা এবং আপলোড করা ছাড়া আমার কোনই কৃতিত্ব নেই। ছবি আপলোডিং এর কাজে এই ছোট্ট সফটঅয়্যারটা খুব কাজে লেগেছে। অরিগামি নিয়ে আমার আগের লেখার লিংক-- কাগজের খেলনা (বিচ্ছু!!!) ভাল থাকবেন সবাই--  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।