ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে শুধুমাত্র অংকে যারা কাচাঁ তাদের জন্যই।
এক বৃদ্ধ তাঁর একমাত্র ছেলেকে ডেকে জানাল, বাতাবিলেবু খাওয়ার তাঁর খুবই ইচ্ছা, কোথাও বাতাবিলেবু পাওয়া যাচ্ছে না। ছেলে খুজতে খুজতে এক বাগানের খোজ পেল। একমাত্র সেখানেই কয়েকটি গাছ রয়েছে। কিন্তু সে জায়গায় যেতে ৭ টি নদী পেরোতে হবে।
১ম নদীর মাঝি শর্ত দিলো সে পারাপারের কাজ করবে, কিন্তু তাকে অর্ধেক লেবু দিতে হবে। দ্বিতীয়জনও একই শর্ত দিলো। বাকি মাঝিরাও একই শর্তে তাকে নদী পারাপারে রাজি হলো।
বেচারা ছেলে সব মাঝির শর্ত মেনে মাত্র ১টি লেবু নিয়ে বাবার কাছে হাজির হতে পারলো।
বলতে হবে, সে মোট কয়টি লেবু বাগান থেকে সংগ্রহ করেছিলো।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।