ভবিষ্যত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কাল নাটক দেখছিলাম. এবার খুব বেশি একটা দেখা হয়নি. প্রতিটার ই কিছু কিছু দেখতে হলো ; ad , খবর এগুলার জন্যই দেখা হলনা . সমস্যা হলো যেকয়টা দেখলাম তার বিষয় | ৮০% নাটকের বিষয় হয়তো পরকিয়া , নয়তো prostitution | দেখাচ্ছে { নওশীন পার্ক এ বসে customer এর জন্য অপেক্ষা করছে . সজল আসলো, তাকে বলছে কেন সে এই পেশায় আসলো | জয়া স্বামীর ignorance এ অতিষ্ট হয়ে রাতে আরেকজনের সাথে কথা বলে, মাহফুজ divorce চাইছে | কুসুম সিকদার একটা ছেলে কে বলছে আমাকে একটা জিনিস দিবা ?. ছেলে বলছে প্রাণ দিতে পারি তোমার জন্য | আমি ভাবলাম ছেলে টা হয়তো বর. কিন্তু একই!!!!! কুসুম বলছে আমাকে একটা বাচ্চা দাও | ছেলে জীবন দিতে রাজি বাচ্চা দিতে রাজি না | ছেলে বলল চল ঘুরে আসি বাইরে থেকে | কুসুম বলে না ও(কুসুম সিকদার এর bor) আজ দেরী করে আসবে, আজ সারাদিন বাসায় থাকব আমরা | জয়া সিড়ি দিয়ে উঠছে একটা ছেলের সাথে, এদিক ওদিক তাকায় একটা ফ্ল্যাট এর দরজা খুলল | কেউ নাই | জয়া ছেলে কে বলছে আজ ঐসব ফিল্ম দেখবা! চালাও বিয়ে হয়ে গেছে নায়িকার (অতি অখ্যাত তাই নাম জানিনা) অপূর্ব বর, অপূর্ব সারাদিন লেগে থাকে কি করে মেয়েটার মন জয় করা যায়, কিন্তু নায়িকা কিছুতেই মানেনা , অবশেষ এ যখন মানে, তখন পুরনো প্রেমিক এর উদয় | সোহানা সাবা এক ছেলের বাড়িতে উঠেছে | সেখানে সারা বাড়িতে মেয়েদের কাপর ফেলানো থাকে | অনেকে নিজের হারানো কাপড় খুজতে আসে | ছেলে এসে বলছে বুঝতেই পারছ এরা কেন আসে | তোমারেও কামর দিতাম, দেইনা কারণ আমার ঘেন্না লাগে | } যেভাবে যতটুকু বলতে পারলাম আসলে জিনিস টা তার চেয়েও অনেক বেশি খারাপ | এবং এটা বাড়ছে | আরো বেশি ছিল কিন্তু আমি মনে করতে পারছিনা এখন , আর দেখিনি পুরোটা | এসব ছাড়া কি বিষয় হয়না | অনেক গুলি ঐটুকু দেখার পর আর রুচি হয়নি,অনেক সময় family সাথে ছিল | এছাড়া young দের তো এমনভাবে দেখানো হচ্ছে যেন এরা এসব ছাড়া কিছু বোঝেইনা | জড়ায় ধরছে বাজে ভাবে ,এগুলা তো common হয়ে দাড়াইছে | একসাথে টেলিভিশন দেখাও তো অসম্ভব হয়ে পড়ছে | একটা নির্দিষ্ট শ্রেণী ছাড়া বাংলাদেশ এর সিনেমা কেউ দেখেনা , এমন চলতে থাকলে নাটক ও কেউ দেখবেনা | আমার এই লেখা যদি কোনো পরিচালকের চোখে পরে, অনুরোধ করব অন্যদের বলুন এসব বন্ধ করতে | হয়তো এগুলাও দরকার একটু ভিন্ন ভাবে দেখানোর জন্য অথবা বাস্তবের কিছু বুঝতে, কিন্তু এক জিনিস বারবার টানলে তেতো হয়ে যায়, আর এর effect ও হবে মারাত্মক | হিন্দী সিরিয়াল এর সাথে আর পার্থক্য থাকলো কোথায় !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।