আমাদের কথা খুঁজে নিন

   

‘টেলিভিশন’

মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমার গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে ইলমাজ এরডোগান পরিচালিত তুর্কি সিনেমা ‘ভিজোনটেলের’ সঙ্গে। তুর্কি ভাষায় ভিজোনটেলে মানে টেলিভিশন। সেখানে দক্ষিণ তুরস্কের এক ছোট্ট শহরে ৭০-এর দশকে প্রথম একটি টেলিভিশন আসে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। তথ্যপ্রযুক্তি এবং প্রচলিত ধর্মীয় অনুশাসনের দ্বন্দ্বই ফুটে উঠেছে এই সিনেমায়।

বিদেশী সিনেমা দ্বারা যে কেউই অনুপ্রাণিত হতে পারেন। কিন্তু পুরোপুরি একটা বিদেশী সিনেমার গল্প মেরে দেয়াটা শিল্পের রীতিবিরুদ্ধ। উক্ত সিনেমায় জৈনক উঠতি একজন গায়ক একটা গান করেছিলেন , তিনি আজকে তার ওয়ালে টেলিভিশন সিনেমার একটা পোস্ট দিলেন আমি সেখানে কমেন্ট করে বললাম তুর্কি মুভিটার কথা । কিন্তু দুর্ভাগ্য যে বেচারা আমাকে ব্লক করে দিয়েছে । বুঝলাম না কেন ব্লক করলো ।

আসলে তিনি এই নকল করা সিনেমায় একটি গান গেয়েছিলেন তাই তিনি চরম সত্যটা মেনে পারছিলেন না বোধহয় । কিন্তু আমিতো খারাপ কিছু বলি নাই । বেশ কিছুদিন আগে বৃটেনের একজন রাজনীতিবিদ বাংলাদেশে সফরে গিয়ে এনটিভিতে এক টকশোতে বলেছিলেন বাংলাদেশের মানুষ নাকি তাদের সমালোচনা মেনে নিতে পারে না , এবং বাংলাদেশের রাজনীতিবিদরা তাদের সমালোচনা কোনদিনও মেনে নিতে পারে না সেই জন্যই আমাদের রাজনীতিতে এতো দাঙ্গা হাঙ্গামা । কারো নামে কেউ সমালোচনা করলেই সে হয়ে যাবে জীবনের শত্রু । তিনি আরো বলেছেন গঠন মূলক সমালোচনা করলে নিজের জন্যই ভালো এবং যে জাতি সমালোচনা মেনে নিতে পারবে না সে হলো দুর্বল কাপুরষ তাকে দিয়ে কিছুই হবে না ।

আজকে দেখলাম টেলিভিশন সিনেমার একজন গায়ক সামান্য একটা সমালোচনা নিতে পারলেন না তাহলে তিনি কিভাবে ভবিষতে বড় গায়ক হবার সপ্ন দেখেন সেটা আমি ভেবে পাচ্ছিনা । নাকি তিনি মনে করছেন জীবনে একবার সিনেমায় একটি গান করেছি তাই আমি এখন অনেক বড় হয়ে গেছি !!! আমার দুঃখ হয় এদের জন্য এরা আসলে কিভাবে বাংলাদেশের বাংলার গান কে আরো সমৃদ্ধ করবে ? এদের কাছে কিভাবে আমরা আশা করতে যে এরাই হবে আমাদের আব্দুল জব্বার,আব্দুল হাদি,সাবিনা, রুনা, লালন ,করিম??? আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে সেটা হলো অল্পতেই ভেতরে অহংকার জমে যায় ,নিজেকে খুব নামী দামী মনে হয় যেমনটি আমাদের ক্লোজ আপ ওয়ান নোলক babu, তবে সেটা বুঝার চেষ্টা করি না একবারও যে সামনে আরো বিশাল পথ বাকি রয়ে গেছে ,মাত্র সামান্য একটু পথ পার হয়েছি আমি । আর আজকালতো দেশে হাজারো টিভি চ্যানেল তাই খুব সহজেই যে কেউ খুব ফেমাস হয়ে যায় নিজের অজান্তেই । দুই একটা টিভিশোতে কথা বলেই মনে করে আমিতো এখন বিখ্যাত হয়ে গেছি কারণ আমাকে টিভিতে দেখায় । কিন্তু বুঝতে পারে না যে এখনের পাবলিক খালি টিভিতে দেখলেই যে কাওকে ফেমাস তারকা মনে করে না ,কারণ দেশে এখন হাজারো টিভি চ্যানেল , তাই তারা তাদের স্বার্থেই টিভির টাইম কাটানোর জন্য ভালো ভালো শিল্পীদের পাশাপাশি নামে বেনামে শিল্পীদেরও প্রোগ্রাম করে থাকে ।

এইটা হলো অরিজিনাল মুভিটার ট্রেইলর লিংক এটা হলো সম্পূর্ণ মুভি লিংক যারা দেখতে চান দেখে নেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।