আমি ভাল।
আজকাল প্রায় সব পরিবারেই টেলিভিশন নিয়ে প্রায় প্রতিদিনই একটা না একটা ঝামেলা লেগেই থাকে। এখন ডিসের বদৌলতে বাংলাদেশর পাশাপাশি অন্য দেশের বিশেষ করে ইন্ডিয়ার অনেক গুলি চ্যানেল দেখতে পাওয়া যায়। এই ধরুন বাবা দেখতে চায় খবর, তো মা দখতে চায় নাটক,মেয়ে দেখতে চায় কার্টুন,তো ছেলে দেখতে চায় খেলা,সবার শেষে ছোট ছেলে সবাইকে অবাক করে দিয়ে বলল আমি হিন্দি সিনামা দেখব। এবার অবস্হা কে সামলাবে।
শক্তি যার বেশি তারই জয় হলো। বড় ছেলে এখন টেলিভিশনে খেলা দেখছে। এখন হলো ম্যানেজ করার পালা। মা বলেছ বাবা একটু নাটকটা দেনা,মেয়ে বলছে ভাইয়া একটু কাটুনটা,তারপর সবারই একটু একটু করে দেখার সুযোগ হয়। তারপর কোন একজন টিভি দেখতে থাকে গভীর রাত পযণ্ত সবার ঘুমের অসুবিধা করে ।
এবার টেলিভিশন অফ করা নিয়ে আর এক ঝামেলা। আরও সমস্যা হলো সামাজিকতা অথবা কোনোও,আত্নীয়ের বাসায় বেড়াতে যাওয়ার কথা বললে কেউ না কেউ বলবে না যেতে পারব না। কারন টিভিতে ভালো প্রোগ্রাম আছে। আরও যারা চাকুরীজিবি মহিলারা আছেন তাদের আর এক সমস্যা বাসায় কাজের মানুষ রেখে গেছেন তো উচু ভলিয়মে সে টিভি দেখছে আর কোনো খবর নেই। গৃহকর্তী মোবাইল করছেন তো করছেনই কোনো খবর নাই।
মোবাইল ধরছে। না তাহলে বাসায় কি কোনো বিপদ। আসলেতো মামলা হলো টিভি। হায়রে টেলিভিশন তোমাকে...............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।