দৃশ্য শিকারের বন্দুক
চাঁদ যদি টেলিভিশন হতো
আমজাদ সুজন
চাঁদ যদি টেলিভিশন হতো
এই টিভি বন্ধ থাকতো দিনে।
মেঘ হতো বিজ্ঞাপন
বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে
বাতাসে কাটা বাতাসের সুর
আমরা শুনতে পেতাম আর
জানতাম সৃষ্টিকর্তার অনুপম লীলা।
এই সৌরটিভি চালু হলে রাতে
সকলে মাঠে শুয়ে, ছাদে ওঠে,
দোলনায় দুলে
ছায়াপথের, উল্কার, ধুমকেতুর
মতান্বর ভুলে একদৃষ্টে তাকিয়ে থাকতাম টেলিভিশনে।
মেঘের ফাঁদে মেঘ পড়লেই বজ্রের শব্দ হতো আগে
যদিও
আলোর চাতুরীতে
আসল্য পরিস্ফুটন ধীরে।
চাঁদ যদি টেলিভিশন হতো
দুরত্ব যতই হোক
আমরা সকলে
এক চ্যানেলে প্রতিরাতে
এক বিষয়ে একমত হওয়া যেত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।