আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা মানে... মা, মাটি, মাতৃভাষার চেতনায় আমার বাংলাদেশ।

রোকেয়া ইসলাম স্বাধীনতা... স্বাধীনতা মানে... মায়ের কাছে শোনা যুদ্ধ জয়ের কথা। স্বাধীনতা মানে... সমগ্র বাঙ্গালী জনতার সংগ্রামী চেতনার কথা। স্বাধীনতা মানে... পাক সেনাদের বর্বর, জঘন্য, আর অত্যাচারী বাহিনী। স্বাধীনতা মানে... জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়ার কাহিনী। স্বাধীনতা মানে... ৫২ তে ভাষা আন্দোলনে জয়ী হওয়ার চেতনা।

স্বাধীনতা মানে... রফিক, শফিক, বরকতের আত্মত্যাগের উপমা। স্বাধীনতা মানে... ৬৯ এর সফল গন অভ্যুত্থান। স্বাধীনতা মানে... মুক্তি সেনাদের উজ্জীবিত হওয়ার গান। স্বাধীনতা মানে... ৭১ এর রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধের সংগ্রাম। স্বাধীনতা মানে... ৩০ লক্ষ জনতার বিলিয়ে দেয়া তাজা প্রান।

স্বাধীনতা মানে... আত্মত্যাগী যোদ্ধাদের সফল জীবন গাথা। স্বাধীনতা মানে... ১৫ কোটি বাঙ্গালীর একটি প্রানের কথা। স্বাধীনতা মানে... সাভারে গড়া জাতীয় স্মৃতি সৌধ। স্বাধীনতা মানে... কালো ধোঁয়া আর বুলেটের গগণ বিদারী শব্দ। স্বাধীনতা মানে... শহীদ মিনারে আঁকা উজ্জ্বল লাল সূর্য।

স্বাধীনতা মানে... মুক্ত আকাশ আর ঝকঝকে সোনালী রৌদ্র। স্বাধীনতা মানে... পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যায় ঘেরা ১টি দেশ। স্বাধীনতা মানে... মা, মাটি, মাতৃভাষার চেতনায় আমার বাংলাদেশ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.