স্বপ্ন দেখি
ঘটনা হল, ইদানিং অফিস যাওয়ার সময়, দেড় ঘন্টার জার্নি, প্রায় ২০০ টাকার ধাক্কা এবং আসার সময় ঠিক একই রকম ধরা খেতে খেতে আমি টায়ার্ড। আর তাই সিদ্ধান্ত নিসি, একখানা বাইক কিনবো। সেটা হতে পারে, ইলেক্ট্রিক ব্যটারী চালিত ই - বাইক অথবা, স্কুটি পেপ প্লাস টাইপ এর কোন ইঞ্জিন চালিত বাইক। ই - বাইক প্রেফার্ড, কারণ টাকা কম লাগে, ৪০,০০০ - ৪৫,০০০ টাকা। কিন্তু শুনতে পেলাম, কোয়ালিটির ঠিক ঠিকানা নাই।
যদিও কোন ব্যবহারকারীর কাছ থেকে সরাসরি শুনি নাই।
আবার স্কুটি তো খুবই ভালো কথা, কিন্তু, দাম লাখ টাকা। এই অবস্থায়, আমি অত্যন্ত কনফিউজড।
তাই আপনাদের শরনাপন্ন। আপনারা যদি এই দুই টাইপ এর কোনটার ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
যাতে আমার ও আমার মতো আরো কিছু মানুষের সিদ্ধান্ত গ্রহনে সুবিধা হয়। আর আমার এই স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নিয়ে কার কি মতামত তাও জানাবেন। সবাইকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।