আমাদের কথা খুঁজে নিন

   

চলুন ঘুরি টেকনাফ থেকে তেতুলিয়া.................

অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ প্রকৃতি আর নানা ঐতিহ্যে ঘেরা যার মোট ৬৪টা জেলা (ভৈরব বাদে) রয়েছে। আমরা কে কয়টা জেলার কয়টা জায়গাতে ঘুরেছি? চলুন দেখে আসি সবগুলো জেলার কোথায় কি রয়েছে ঘোরার মতন। ( কারো আরো জানা থাকলে বলবেন। আপডেট হবে। ) শুরু করি নয়া বিভাগ রংপুর দিয়ে: রংপুর বিভাগ: ১.পঞ্চগড়: বড় আওলিয়ার মাজার, তেতুলিয়া-মহানন্দা-ওপার দার্জিলিং, চা-বাগান, বাংলাবান্ধা স্থল বন্দর।

২.ঠাকুরগাঁও: টাঙ্গন নদী, রামরাই দীঘি(৫০ একর), ফানসিটি পার্ক ৩.রংপুর: তাজহাট জমিদার বাড়ি, পায়রাবন্দ, চিকলির বিল, কেরামতিয়া মসজিদ, মিঠাপুকুর মসজিদ, ভিন্নজগত, খেয়াপার্ক ৪.নীলফামারী: নীলসাগর, কুন্দ পুকুর, রেইলওয়ে ফ্যাক্টরী। ৫.লালমনিরহাট: সিন্ধুমতি দীঘি, হুসাইন সরোবর, কাকিনা রাজবাড়ি, তুষারবান্ধার জমিদার বাড়ি। ৬.কুড়িগ্রাম: জয়মণি জমিদার বাড়ি, নাওডাঙ্গা জমিদার বাড়ি। ৭.গাইবান্ধা: বর্ধন কুঠি। ৮.দিনাজপুর: কান্তজির মন্দির, দিনাজপুর রাজবাড়ি, রামসাগর, স্বপ্নপুরী, ঘুঘু ডাঙ্গা জমিদার বাড়ি, সীতা কোর্ট বিহার, নয়াবাদ মসজিদ রাজশাহী বিভাগ: ১.সিরাজগঞ্জ: রবীন্দ্র কুঠিবাড়ি ( শাহজাদপুর), জয়সাগর দীঘি, ইকোপার্ক, বাঘাবাড়ি, নবরত্ন মন্দির ২.পাবনা: হার্ডিঞ্জ ব্রিজ, চলনবিল, মানসিক হাসপাতাল, জোড় বাংলা,তাড়াশ বিল্ডিং, গাজনার বিল, তাতিবন্দ জমিদার বাড়ি, প্রশান্ত ভুবন, পদ্মা নদী।

৩.রাজশাহী: পুঠিয়া টেম্পল কমপ্লেক্স, শাহ মখদুমের মাজার, বড় কুঠি, বরেন্দ্র জাদুঘর, পদ্মা নদী। ৪.চাপাই নবাব গঞ্জ: ছোট সোনা মসজিদ, রাজবাড়ি, জোড়া মঠ, নাচোল রাজবাড়ি, জান্নাত ভিউ (দাদনচক) ৫.নাটোর: রানী ভবানি রাজবাড়ি, চলনবিল, উত্তরা গণভবন ( দিঘাপতিয়া রাজবাড়ি) ৬.নওগাঁ: পতিসর(রবীন্দ্র কুঠিবাড়ি), দিবরদীঘি(পত্নীতলা), দুদুলহাটি জমিদার বাড়ি, বালিহার জমিদারবাড়ি, মহিসন্তোষ, হলুদ বিহার ৭.জয়পুরহাট: সোমপুর বিহার ৮.বগুড়া: মহাস্থানগড়,ভাসু বিহার, নবাববাড়ি মিউজিয়াম প্যালেস, ওয়ান্ডারল্যান্ড সিলেট বিভাগ: ১.সিলেট: শাহ জালাল ও শাহ পরান (রহ) এর মাজার, লালাখাল, জাফলং, তামাবিল, জৈন্তা রাজবাড়ি, টিলাগড় ইকোপার্ক, বিছনাকান্দি(গোয়াইনহাট) ২.সুনামগঞ্জ: সুরমা নদী, টাঙ্গুয়া হাওড় ৩. মৌলভীবাজার: মাধবকুন্ড, হামহাম, রাজকান্দি বন, লাউয়াছড়া উদ্যান, হাকালুকি হাওড়, মাধবপুর লেক, বিলাসছড়া লেক ৪.হবিগঞ্জ: দরগা টিলা, মিরা টিলা, টাঙ্গি টিলা, ফলতলি টিলা, কুড়ি টিলা, সাগর দীঘি খুলনা বিভাগ: ১.বাগেরহাট: ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন, সোনা মসজিদ, ঘোড়াদীঘি, মংলা বন্দর ২.চুয়াডাঙ্গা: কার্পাসডাঙ্গা নীলকুঠি, ঘোলদারি নীলকুঠি ৩.যশোর: ঝাপা বাওর ও খাজুরা বাওড় বেষ্টিত রামপুর, মীর্জানগর হাম্মাম খানা, ভাত ভিটা, সূর্য ঘড়ি ৪.ঝিনাইদহ: নলডাঙ্গা মন্দির কমপ্লেক্স, কলিকা দোহা, বড় বাজার, শাহী মসজিদ(শৈলকুপা), মনোহরপুর গড়, ঢোল সমুদ্র ৫.খুলনা: সুন্দরবন, দক্ষিণডিহি ৬.কুষ্টিয়া: শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, ছেউড়িয়া লালন মাজার ৭.মাগুরা: রাজা শত্রুজিৎ রায়ের রাজবাড়ি, সিদ্ধেশ্বরী মঠ ৮.মেহেরপুর: মুজিবনগর স্মৃতিসৌধ, আমঝুপি কুঠিবাড়ি ৯.নড়াইল: গাজীর দরগা(নলদি), রাজা কেশব রায়ের বাড়ি(উজিরপুর), বড়দিয়া মঠ ১০.সাতক্ষীরা: সুন্দরবন, রাজা প্রতাপাদিত্য এর কেল্লা, হাম্মামখানা ঢাকা বিভাগ: ১.ঢাকা: লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, নভোথিয়েটার, বড় কাটরা, ছোট কাটরা, বলধা গার্ডেন, তারা মসজিদ, সাত মসজিদ ২.ফরিদপুর: ময়েজ মঞ্জিল রাজবাড়ী, বৈস্রাশী বাবু বাড়ি প্যালেস ৩.গাজীপুর: ভাওয়াল জাতীয় উদ্যান, বালিয়াদী জমিদার বাড়ি, ভাওয়াল রাজবাড়ি, জিন্দা পার্ক ৪.গোপালগঞ্জ: উলপুর জমিদার বাড়ি, বর্ণির বাওড় ৫.জামালপুর: দয়াময়ী মন্দির, নরাপাড়া কেল্লা ৬.কিশোরগঞ্জ: জয্ঙ্গলবাড়ি কেল্লা, এগারোসিন্ধুর ৭.মাদারীপুর: খালিয়া রাজারাম রায়ের বাড়ি ৮.মানিকগঞ্জ: ফোর্ডনগর ও ঢাকিজোড়া কেল্লা, টেওটা রাজবাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি, একযালঅ কেল্লা, ধানকোড়া জমিদার বাড়ি ৯.মুন্সিগঞ্জ: লৌহজং, পণ্ডিতের ভিটা, ভাগ্যকুল জমিদার বাড়ি ১০.ময়মনসিংহ: মধুপুর জঙ্গল ১১.নারায়নগঞ্জ: সোনারগাঁও, পানাম সিটি, গাজীগঞ্জ দূর্গ, সোনাকান্দা দূর্গ, বিবি মরিয়মের মাজার, তাজমহল, কদম রসূলের দরগাহ ১২.নরসিংদী: উয়ারী-বটেশ্বর ১৩.নেত্রকোণা: গারো পাহাড়, দূর্গাপুর, বিরিশিরি, খালিয়াকুড়ি ১৪.রাজবাড়ী: কল্যাণদীঘি, নীলকুঠি ১৫.শরীয়তপুর: হাটুরিয়া জমিদার বাড়ি, মহিসার দীঘি, চর আত্রা ১৬.শেরপুর: গজনী অবকাশ কেন্দ্র ১৭.টাঙ্গাইল: মধুপুর গড়,ঝরোকা, সাগর দীঘি, যমুনা রিসোর্ট চট্টগ্রাম বিভাগ: ১.চট্টগ্রাম: ফয়েজ লেক, জিয়া স্মৃতি কমপ্লেক্স, চন্দ্রনাথ পাহাড়, সীতাকুন্ড ইকোপার্ক, পেতঙ্গা, পারকি বীচ, জেলেপাড়া বীচ, বাঁশখালি বীচ, মহামায়া ও মুহুরী(মিরসরাই), সার্কিট হাউজ, বায়েজীদ বোস্তামীর মাজার, শাহ আমানত আলীর মাজার ২.বান্দরবান: তাজিনডং, কেওক্রাডং, চিম্বুক, রাইখ্যাং ঝর্ণা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, বগা লেক, রিজুক ঝর্ণা, সাঙ্গু নদী, স্বর্ণ মন্দির, রাজবিহার, জাদুপাই ঝর্ণা, নাফাখুম ঝর্ণা, আমিরাখুম ঝর্ণা, মেঘলা ৩.খাগড়াছড়ি: আলুটিলা, মাতাইপুকুরি, অরণ্য কুটির, চেঙ্গি ব্রিজ, দীঘিনালা, রিসাং ঝর্ণা, তৈদু ঝর্ণা, নিউজিল্যান্ড পাড়া ৪.কক্সবাজার: সমুদ্র সৈকত( ইনানী, লাবণী), হিমছড়ি, নাফ নদী, বঙ্গবন্ধু সাফারী পার্ক(ডুলাহাজরা), রামু বৌদ্ধ মন্দির, মহেশখালি দ্বীপ ৫.রাঙ্গামাটি: কাপ্তাই লেক, ঝুলন্ত সেতু, রাজবাড়ি, বৌদ্ধবিহার, পেডা টিং টিং, সুবলং ঝর্ণা ৬.ব্রাক্ষ্মনবাড়িয়া: গঙ্গা সাগর, কল্যাণ সাগর, কুল্লাপাথর(কসবা), তিতাস গ্যাস ফিল্ড ৭.চাঁদপুর: বড়দুয়ারা, পদ্মা-মেঘনার মোহনা ৮.কুমিল্লা: ময়নামতি, বৌদ্ধ বিহার, বার্ড, ধর্মসাগর, লালমাই পাহাড় ৯.লক্ষীপুর: খোয়া সাগর দীঘি, কমলা সুন্দরী দীঘি ১০.নোয়াখালী: নিঝুম দ্বীপ, বজরা শাহী মসজিদ ১১.ফেনী: শীলুয়া শীলপাথর, রাজাঝীর দীঘি, বিজয়সিংহ দীঘি বরিশাল বিভাগ: ১.বরিশাল: দূর্গাসাগর, চাখার প্রত্নতাত্বিক জাদুঘর, কালেক্টরেট ভবন ২.ভোলা: মনপুরা, চর কুকরী-মুকরী, ওয়ান্ডার কিংডম ৩.পটুয়াখালী: কুয়াকাটা ৪.বরগুনা: বিবিচিনি শাহী মসজিদ, সোনারচর, লালদিয়ার বন, হরিণঘাটা, রাখাইন এলাকা ৫.ঝালকাঠি: রাজাপুর সাতুরিয়া জমিদার বাড়ি, কীর্তিপাশা জমিদার বাড়ি, গাবখান চ্যানেল, ধানসিঁড়ি নদী, নেছারাবাদ কমপ্লেক্স, পোনাবালিয়া মসজিদ, সিদ্ধকাঠি জমিদার বাড়ি, কুলকাঠি, চায়না কবর ৬.পিরোজপুর: রায়েরকাঠি জমিদার বাড়ি, মঠবাড়িয়া সাপলেজা কুঠিরবাড়ি, পারেড় হাট জমিদার বাড়ি, মাঝের চর মঠবাড়িয়া ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।