আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরি একা একা আমি গলিত শহরে



. . . . . . . . কি ব্যথা জানি না আমি নিজে, ঘুরি একা একা তাই রোদে জলে ভিজে। খুজি আশ্রয় কোথায় আবাস, তুমি পার্বতী আমি দেবদাস। এক যাতনায় দুজনেই ব্যাথী আমি দেবদাস তুমি পার্বতী! ঘুরি একা একা আমি গলিত শহরে, কেউ সুখে থাকে এঘরে ওঘরে। কেউ ভালবেসে হয় চিরকাল দুখী আমি দেবদাস ভবঘুরে সুখী! এক যাতনায় দুজনেই ব্যাথী আমি দেবদাস তুমি পার্বতী। -দাউদ হায়দার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।