আমাদের কথা খুঁজে নিন

   

তোমার লাইগা কান্দে আমার প্রান

মেঘ ঘুটঘুটইইয়া আন্ধার রাইতে আকাশে নাই চাঁন তোমার লাইগা কান্দে আমার প্রান ও কন্যাগো...তোমার লাইগা কান্দে আমার প্রান মেঘের এপার আমি থাকি, ওপার আলোর বন্যা কেমন করে তুমি আমার পরান নিলা কন্যা? ভেজা হাওয়ায় ভাসে তোমার ফুল শরীলের ঘ্রান তোমার লাইগা কান্দে আমার প্রান ও কন্যাগো...তোমার লাইগা কান্দে আমার প্রান। রাতের আকাশ কাছে আসে মেঘের শাড়ী পড়ে, ঘুমটা খুলে অঝোড় ধাড়ায় আমার বাড়ি ঝড়ে। তোমার ছোঁয়ায় কৃষ্ণপক্ষ পাবে পরিত্রান... তোমার লাইগা কান্দে আমার প্রান ও কন্যাগো...তোমার লাইগা কান্দে আমার প্রান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.