আমাদের কথা খুঁজে নিন

   

বোবা মনে আমি স্বপ্ন দেখি

আমার যা শ্রেষ্ঠধন সে তো শুধু চমকে ঝলকে, দেখা দেয়, মিলায় পলকে। যাকে পাবো না তাকে আমি কেনো জানি না ভালোবাসি যে পথে আমি হেঁটে না যায় তবু সে পথে বারে বারে আসি বোবা মনে আমি স্বপ্ন দেখি মুখে কিছু পারি না যে বলিতে আমার মনের আশা আমায় আসে শুধু আমাকে খুঁজিতে আমি যে আঁখি জলে ভাসি কেনো জানি না ভালোবাসি যে পথে আমি হেঁটে না যায় তবু সে পথে বারে বারে আসি হাত বাড়িয়ে যাকে ধরতে গেলাম সে তো কভু এসে ধরা দিল না আমার মালা ধুলোতে লুটায় সে তো কভু হাতে তুলে নিলোনা পরাণে বাজে করুন বাঁশি কেনো জানি না ভালোবাসি যে পথে আমি হেঁটে না যায় তবু সে পথে বারে বারে আসি।। (Lata Mangeshkar ) এই গানটা খুব প্রিয় আমার.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।