আমাদের কথা খুঁজে নিন

   

বোবা কান্না

খোরশেদুল আলম নির্লজ্জ বেহায়ার মতো দাড়িয়ে দেখি রক্তাক্ত বিশ্বটাকে, কি যেন বলতে চায় দগ্ধ শরীরে পারেনা কান্নায় বলতে । বিকট শব্দে বারুদের বিষক্রিয়ায় লাশ পোড়া দুর্গন্ধে নির্বাক বুকে চাপা কষ্টের পাথর নিয়ে স্তব্ধ - কাঁদতেও পারেনা, হায়রে কপাল! সাহায্যকারীর হাতেও থাকে আকণ্ঠ লাল রক্তের পিপাসা, লক্ষ প্রাণের বিনিময়ে সামান্য অর্থ লাভ। আজো হায় চামচিকায় হাতী খায় রুই কাতলার নিশানা থেকে বাদ পড়েনা কেউ। নিজেই নিজের ক্ষতিকারক তৈরি করে অযথাই শত ব্যস্ততায় সময় কাটায় হয়না ভালবাসার একটু সময়, কবির ফুটানো ফুলের সু-ঘ্রাণ নেওয়ার অবকাশটুকুও যেন আজ নেই কলিরা অকালেই ঝড়ে যায়। হায়রে কপাল! কবে আসবে সেই সোনালী সকাল ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।