আমাদের কথা খুঁজে নিন

   

বোবা নির্বোধ

স্বপ্নে আঁকি উদাস হয়ে, ছায়া সুহৃদ মিল।

আমি স্বপ্ন দেখি না, দেখবো না বলবো না কথা আর রাগ ভীষণ। আমি কার কথা বলি কে শোনে আমায় কে খোঁজে কারে বলো কোন রূপ দেখায়। চোখে জল, টলমল কন্ঠ অবরোধ, কলমের নিবটাও বোবা নির্বোধ। আমি কার কথা বলি কে শোনে আমায় কে খোঁজে কারে বলো কোন রূপ দেখায়। আমার বক্ষ সরব, চোখ স্থির ধারালো, চিকন, সরু ছুটে আসা তীর। অসহায়, ভীরু পা'য় মনে ক্ষোভ, নিরুপায় কাগজের বুক ভেজে বোবা কান্নায়। আমি কার কথা বলি কে শোনে আমায় কে খোঁজে কারে বলো কোন রূপ দেখায়। ..................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।