তেমন করে কাউকে হয়নি ভালোবাসা আজও-
যেমন করে বাসে তিমি সাগরকে,
অথবা পাখি খোলা আকাশকে,
আবার যেমন বাসে আমার বন্ধু মামুন-তুলিকে।
কেন জানি আমার প্রিয়, সে যা কিছুই হোক না কেন
চলে যেতেই হবে দুরে, কোন এক অদৃষ্টের লিখনে।
তবে আর কিভাবে হবে দেয়া
বুকের মধ্যে জমানো ভালোবাসা। ।
আমার শুধু পথ চেয়ে বসে থাকা
তোমরা করো সে পথে যাওয়া-আসা।
আমার শুধু একটি বাক্যই চাওয়া-
বলবে এসে,"ভালোবাসি-কেন বললে না?" ।
বললেই যদি পাওয়া যেত সব
তবে কি আর, বোবা হওয়া আমার এতো শখ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।