ক্ষণিক হেসে তুমি বিদায় নিলে আর মন ভরে গেল অস্ফুট বেদনার নীলে তোমার যাবার পথের দিকে রইলাম চেয়ে এক অজানা ক্লান্তি ভর করল আমার গায়ে আত্মবিস্মৃত হয়ে প্রকাশ করি কিছু দুরবোধ্য হতাশা ভেবে নিই জীবন যেন এক সায়াহ্নের কুয়াশা ; সায়াহ্নের কুয়াশা আঁধারে বিলীন হয়ে যায় আর এখানে আমি মূক অসহায়; আমার বোবা আবেগ নিষ্ফল তোমার পাথুরে দেয়ালে আমার চাপা কান্না নিষ্প্রভ তোমার দৃষ্টির আড়ালে ; এখনো আমি উন্মুখ নতুন সূর্যের খোঁজে খুঁজে বেড়াই তোমায় সূর্যের শেষ আলোক রশ্মির মাঝে তোমার চোখের তারায় আজ অন্য কারো ছায়া সেখানে নেই আলোর ছিটেফোঁটা , আছে ভ্রান্ত মায়া এ যে নতুন তুমি , বড় অদ্ভুত অচেনা তাই তো আস্তাকুঁড়ে আমার আশ্রয় রচনা তবুও আমি অন্তহীন পথ চলি তোমায় ভেবে নিজের আসন্ন পরিণতির কথা জেনেও .....।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।