গতকাল ২৫শে মার্চ/২০১৩খ্রি. পঞ্চগড় সদর উপজেলা প্রতিবন্ধী ফেডারেশন এর আয়োজনে ও কমিউনিটি প্রোগ্রাম- দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় কমিউনিটি প্রোগ্রাম অফিস পঞ্চগড় এ অনুষ্ঠিত হলো বার্ষিক সহভাগিতা সভা। সভায় সভাপতিত্ব করেন সাবেক ফেডারেশন সভাপতি জনাব আবুল বাশার। এই সভায় পঞ্চগড় সদর উপজেলার স্বনির্ভর বিভিন্ন প্রতিবন্ধী সমিতি সমূহ তাদের বিগত বছরের আয় ব্যায় ও ভবিষ্যত পরিকল্পনা পেশ করে থাকে এবং কিভাবে ভবিষ্যতে উন্নতি করা যায় তা আলোচনা করে থাকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মনসুর আলম মেডিকেল অফিসার সিভিল সার্জন কার্যালয় , পঞ্চগড় সদর হাসপাতাল। ডা: মনসুর আলম তার বক্তব্যে প্রতিবন্ধীতার কারণ ও বিভিন্ন ভাবে প্রতিন্ধীদের জন্য সমাজে সুযোগ সৃষ্টি করার বিষয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান বলেন প্রতি বিভিন্ন সরকারী সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন। যে কোন প্রয়োজনে প্রতিবন্ধীদেরকে দ্রুততম সময়ে সরকারী সেবা পৌছে দেওয়ার জন্য সরাসরি তার কাছে যোগাযোগ করার জন্য আহবান জানান। প্রতিবন্ধীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: আব্দুল গফুর ও ফেডারেশন সভাপতি মিশাবর আলী। সভা শেষে মায়ের দোওয়া প্রতিবন্ধী সমিতির সদস্যা মোহসেনাকে কমিউনিটি প্রোগ্রাম- দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি প্রোগ্রাম ম্যানেজার জনাব দেলোয়ার হোসেন, টিবি প্রোগ্রাম অর্গানাইজার জনাব ধর্মনারায়ন, ডিস্টিক্ট রিহেব সুপারভাইজার জনাব কৃষ্ণ চন্দ্র রায়, জেলা প্রতিবন্ধী ফেডারেশন সভাপতি জনাব ভবেন্দ্রনাথ রায়, আটোয়ারী উপজেলা এনিমেটর ওমর ফারুক সুমন, সদর উপজেলা এনিমেটর সেফানুয়েল হেমরম ও এস রেবেকা সুলতানা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।