আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবন্ধীদের জন্য স্বল্প সুদে ঋণ

বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় মাত্র ১০ শতাংশ (ব্যাংক রেটের সঙ্গে ৫ শতাংশ) সুদ হারে প্রতিবন্ধী উদ্যোক্তাদের ঋণ দেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে বুধবার এক প্রজ্ঞাপন জারি হয়েছে।
ক্ষুদ্র উদ্যোগ খাতে পুনঃঅর্থায়ন স্কিম  ‘বাংলাদেশ ব্যাংক ফান্ড’ এর নীতিমালায় পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।
২০১১ সালে এই তহবিলটি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন প্রতিবন্ধী উদ্যোক্তাদের এই তহবিল থেকে ঋণ দেয়ার বিষয়ে বলা হলেও আলাদা করে কোনো নির্দেশনা ছিল না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীরা এই তহবিল থেকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।
শারীরিকভাবে স্বক্ষম না হলেও অন্য ভাবে সক্ষম ক্ষুদ্র উদ্যোক্তাদের মূল ধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এ উদ্যোগ নিয়েছে। তহবিলটিতে বর্তমানে ৭২৬ কোটি টাকা রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.