সুন্দর সমর
বাংলাদেশে অনেক অঞ্চলে বলতে শোনা যায় 'ন্যাংড়া কানা ভেংগু তিন শয়তানের লেংগু!' ভেংগু মানে বোবা এব লেংগু মানে ন্যাজ। কিংবা অসাধারণ প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ বাচ্চাদের দুষ্টামি, যাকে আমরা শয়তানি হিসেবে ধরে নেই, বন্ধ করার জন্য ন্যাংড়া বা বোবা ছেলে ধরার ভয় দেখাই। আর এ ভাবে শারীরিক প্রতিবন্ধীদের প্রতি একটা নিষ্ঠুর আচরণে অভ্যস্থ করে তুলি শিশুদেরকে। একজন প্রতিবন্ধীরও মানুষের মত অনুভূতি আছে, চাহিদা আছে এবং তার নাগরিক অধিকার আছে সে কথা মুখে অনেকেই বলি কিন্তু কাজের বেলায় কথার কোনও প্রতিফলন দেখাই না। কথা এবং কাজে অমিল থাকাটাই আমরা যখন স্বাভাবিক ভাবে ধরে নেই তখন প্রতিবন্ধীদের প্রতি মানবিক আচরণের উল্টোই করব – সেটাই স্বাভাবিক।
প্রতিবন্ধী সন্তান ঘরে থাকাটা ভাগ্যহীন পিতামাতার জন্য লজ্জাকর হিসেবে ধরে নেয় আমাদের সমাজ। প্রতিবন্ধী সন্তানকে যতটা সম্ভব সমাজের চোখের আড়ালে রাখতে চাই আমরা। অনেক ভাইবোনওলা এক পরিবারের কথা জানি, সে পরিবারের সন্তানরা কখনো তাদের ভাই-বোনের সঠিক সংখ্যা বলেন না, কারণ তাতে পরিবারের একটি শারীরিক প্রতিবন্ধী সন্তানের কথা চলে আসবে। পরিবারটি গেয়ো নয়, নয় অশিক্ষিত। বরং উচু শিক্ষিত সবাই।
তাদের এই আচরণ যদি প্রত্যক্ষ করি তা হলে অক্ষরজ্ঞানহীন কথিত অশিক্ষিত পরিবারগুলোতে কি ঘটবে সে কথার বিস্তারিত ব্যাখা করার দরকার নেই।
অথচ বাংলাদেশের জন্য সোনা জয়ের কর্তৃত্ব কিন্তু এ সব প্রতিবন্ধীদের। তারা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা প্যারা অলিমিপিক সহ অনেক ক্রীড়াই সোনা জয়ের ক্ষমতা দেখিয়েছেন। সে ক্ষেত্রে আমাদের সুস্থ ক্রীড়াবিদরা কয়টা সোনা পেয়েছেন?
এবার আমাদের দেশে সরকার নামে একটা পর্দাথ আছে প্রতিবন্ধীদের প্রসংগে তাদের ভূমিকা কি সে দিকে তাকান যাক। প্রতিবন্ধীদের জন্য নানা দিবস পালন করা ছাড়া কাজের কাজ কি করেছে? দুইটা উদাহরণ দেই।
চাকা-চেয়ারে ঘুরেন যে প্রতিবন্ধী তিনি যেন দালানে প্রবেশ করতে পারেন কারো সাহায্য ছাড়া সে জন্য কি সরকারী কোনো দালানে ঢালুপথ কি রাখা হয়েছে? শ্রবণ প্রতিবন্ধীদের কাছে সংবাদ বা বিনোদন পৌছে দেয়ার জন্য সরকারী টেলিভিশনে কি ইংগিত ভাষায় খবর বা অনুষ্ঠান প্রচার করা হয়? এই দুইটা কাজের কোনোটাই ব্যয় বহুল নয় । পরের কাজটা যদি সরকারী টেলিভিশন শুরু করে তবে তা দেখে উৎসাহিত হবে বেসরকারী টিভি চ্যানেলগুলো! শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এ কাজ শুরু করতে বাধা কোথায়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।