আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবন্ধীদের জন্য বাজেট



আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত প্রতিবন্ধীরা। যে ঘরে একজন প্রতিবন্ধী আছেন তারাই বোঝেন কি যে তাদের যন্ত্রণা। এবং তাদের চেয়েও বেশি যন্ত্রণা যারা নিজেদের কষ্টটা প্রকাশ করতে পারেন না। সমাজে বোঝা হয়ে সবার করুণার পাত্র হয়ে এরা বেঁচে আছেন। সংবিধানে অধিকার নিশ্চিত করা হলেও তা পরিপূর্ণতা কোন সময় পেয়েছে কিনা তা বলা মুস্কিল।

চিকিৎসা,শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরনের নাগরিক সুবিধা এদেরই বেশি পাওয়ার কথা। অথচ এরাই অবহেলিত। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধীদের জন্য বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করেছে। বাজেটেওএবার ১০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তা তা দেশের বিপুল সংখ্যক প্রতিবন্ধীদের জন্য যথেষ্ঠ নয়।

জানা গেছে জাতীয় প্রতিবন্ধী ফোরামের পক্ষ থেকে প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে ২০৭ কোটি টাকার মত বরাদ্দ চাওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে এ বরাদ্দ দেওয়ার অর্থমন্ত্রীর মাধ্যমে মহান জাতীয় সংসদের সন্মানিত সদস্যদের কাছে সুপারিশ করি। এব্যপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.