আমাদের কথা খুঁজে নিন

   

তুমার সৃষ্টি

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। বেসামাল মন আমার কিছুতেই পারি না রুখাতে।

তাই,আমি বারবার ফিরে আসি তুমার সম্মুখ পানে,তুমায় দেখিতে। তবু,যতই দেখি ততই দেখিতে তুমায় তৃঞ্চাজাগে মোর প্রাণে। ততই আপন হও প্রিয়া তুমি আমার,আমি হই তুমার। যেথা যাও প্রিয়া তুমি সাথী হই ছায়া হয়ে আমি। আধারে সাথী হই তুমার সুখের প্রদিপ জ্বলি।

তবু সদা দুর,দুর,ছ্যাঁ,ছ্যাঁ কর আমায় তুমি। যেখানেই থাকি,যেমনই থাকি,আপন তুমায় ভাবি। সর্বস্হায় তুমায় আমার পাশে কামনা করি। প্রতি দমে,দমে আমি তুমার নাম জপি, নামাজের সিজদায়ও জপি। তবু সদা দুর,দুর,ছ্যাঁ,ছ্যাঁ কর আমায় তুমি।

কেন দুর,দুর,ছ্যাঁ,ছ্যাঁ কর আমায় তুমি জানি না। কেমনে কোমল হৃদয় পাষাণ হল তুমার বুঝি না। শুধু বুঝছিলাম ভালভাসার হৃদয় নরম হয়। তবে তুমায় আমি ভালবেসে বুঝলাম ভালবাসায় দুটি মাত্র দ্বার রয়। একটি স্বর্গের অপরটি নরকের।

যেমন,আমি তুমাকে ভালবেসে নরক ভোগছি। আর অপর জন তুমাকে ভালবেসে স্বর্গ ভোগছে। আসল হচ্ছে তুমার সৃষ্টি অর্ধেক স্বর্গে,অর্ধেকে নরক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.