যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। যতই নিয়ত কর ভাই,
সেই নিয়ত যদি তুমি
পূর্ণ না কর।
নাই কোন পূণ্য
নাই কোন ফায়দা
সেই নিয়তে তুমার।
শুন ভাই,
স্বহি,শুদ্ব নিয়ত এর
বরকতের গুণে নয়,
নিয়ত পূর্ণ হওয়ার শ্রম ফলে
সৌভাগ্যবান ভবের সবে।
শুন ভাই,
নীজেকে সৌভাগ্যবান আকড়ে
যে কুড়ে হয়ে বসে থাকে ঘরে আলসে তাকে নিয়ে যায়
দুঃখের দেশে,দুর্ভাগার দেশে।
শুন ভাই,
যত সুন্দর,সাহসের কর্ম করবে তুমি
তত সুন্দর,সাহসীক,সৌভাগ্যবান তুমি ভবের।
শুন ভাই,
কভূ বিশ্বাস করনা তুমার নিয়ত,
সৌভাগ্য ঘুচাবে তুমার দুঃখ।
বিশ্বাস রেখ,
সদায় তুমিই তুমার কর্তা
তুমিই তুমার প্রভূ
তুমার তুমি ভিন্ন নাই কিছুই
ব্যাতি রেখে শুধু তুমার শ্রম।
আর তুমার সেই শ্রম ফলের চেয়ে
নয় স্রষ্টার দান বেশী।
এখন বুঝলে ও ভাই তুমি
তুমার শ্রম অনুরুপ তোমি,
নও তুমি স্রষ্টার ইচ্ছানুরুপ।
এখন বুঝলে ও ভাই তুমি
তুমিই তুমার সৃষ্টিকর্তা
তুমিই তুমার প্রভূ
তুমিই তুমার নিয়ন্ত্রনে
ভবের তুমিই তুমার সব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।