আমাদের কথা খুঁজে নিন

   

ইসরায়েলের হয়ে গুপ্তচারবৃত্তির অভিযোগে শকুন আটক করেছে সৌদি কর্তৃপক্ষ

দেশের মানুষকে ভাল হতে হবে তাহলে দেশ ভাল হবে

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সৌদি আরব কর্তৃপক্ষ একটি শকুনকে আটক করেছে। শকুনটির গলায় একটি জিপিএস ট্রান্সমিটার বহন করছিলো। এতে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। গণমাধ্যমের খবরে একথা জানাগেছে। তবে ইসরায়েলি বন্যপ্রাণী কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

তারা একে হাস্যকর এবং পাখিটি জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শকুনটি ৮ ফুট ৮ ইঞ্চি উচ্চতা দিয়ে উড়ছিলো। কয়েকদিন আগে হেয়াল শহরে মাটিতে নামার পর এটি আটক করা হয়। পরে স্থানীয়রা তার কাছে থাকা জিপিএস ট্রান্সমিটারটি উদ্ধার করে। তারা কিছু সন্দেহ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ইসরায়েলের মারিভ পত্রিকার খবরে একথা জানায়। সৌদি গণমাধ্যমে এবং একটি ওয়েবসাইটে একে স্বরযন্ত্র বলে উল্লেখ করেছে। এতে বলা হয় শকুনটি গুপ্তচরবৃত্তির কাজে নিয়েজিত ছিলো। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ মারাভি সংবাদপত্রকে জানায়, একটি পাখির বিরুদ্ধে এধরনের অভিযোগ উঠায় তারা হতবাক হয়েছেন। সৌদি বিচার ব্যবস্তায় তার শান্তির ধরন দেখে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

ইসরায়েলি পার্ক অ্যান্ড ন্যাচারাল অথরেটির একজন পাখি বিশেষজ্ঞ পত্রিকাটিকে জাানান, পাখিটির কাছে থাকা ডিভাইজটি পাখিটি কোথায় আছে তা জানানো ছাড়া কিছুই করতে পারে না। ওই ডাটা থেকে শকুন প্রজাতির পাখির চরিত্র বুঝা যাবে। নাম প্রকাশ না করে ওই বিশেষজ্ঞ জানান, একটি সাধারণ পাখিকে কঠিন মূল্য দিতে হচ্ছে। তিনি আশা করেন কর্তৃপক্ষ দ্রুত পাখিটিকে মুক্তি দিবে। গতমাসে মিশরের কর্তৃপক্ষ ইসরায়েলি গোয়েন্দা মুসাদকে হাঙ্গরকে আক্রমণের দায়ে অভিযুক্ত করে।

এর পরই গুপ্তচরবৃত্তির দায়ে শকুনটি ধরা পড়লো। সূএ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.