লেবাননের রাজধানী বৈরুত ও সিডন শহরের মধ্যবর্তী নামেহ এলাকায় একটি জঙ্গি অবস্থান লক্ষ করে বোমা হামলা চালানো হয়েছে। ইসরায়েল দাবি করেছে, লেবানন থেকে চালানো রকেট হামলার জবাবে হামলাটি চালানো হয়েছে।
আজ শুক্রবার ভোররাতে হামলাটি চালানো হয়।
এক বিবৃতিতে ইসরায়েল বিমান বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার জানিয়েছেন, রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের একটি জঙ্গি অধ্যুষিত এলাকায় বোমাবর্ষণ করেছে।
লেবানন থেকে চালানো জঙ্গি আগ্রাসন সহ্য করবে না ইসরায়েল, বলেন তিনি। তবে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।
উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে চারটি রকেট নিক্ষেপ করা হয়। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।