বাংলার জনগন গাজায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে ইসরায়েলের বিভিন্ন ওয়েবসাইটে হামলা চালাচ্ছে হ্যাকাররা। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইটে এ পর্যন্ত চার কোটি ৪০ লাখবার হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে। ইসরায়েল সরকারের প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, সবচেয়ে বেশি, এক কোটিবার, হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে প্রতিরক্ষাবিষয়ক ওয়েবসাইটে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইটগুলোতে ৭০ লাখ এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সাইটগুলোতে ৩০ লাখবার হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে।
ইসরায়েলের অর্থমন্ত্রী ইয়োভাল স্টেইনিত্জ জানান, একটি সাইট হ্যাক করার চেষ্টা সফল হয়েছে।
তবে তিনি ওই সাইটের নাম জানাননি। তিনি জানান, হ্যাক করার ১০ মিনিটের মধ্যে সাইটটি মেরামত ও সচল করা হয়েছে।
সাইট হ্যাক করা প্রসঙ্গে বিবৃতি দিয়েছে হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন অ্যানোনিমাস। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে তারা প্রায় ৭০০ ওয়েবসাইটে হামলা চালিয়েছে।
অ্যানোনিমাস আরও জানায়, ‘অপইসরায়েল’ নামে ওয়েবসাইট হ্যাকিংয়ের এ প্রচারণায় তাদের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল ‘মাশাভ’ নামের ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কর্মসূচির একটি সাইট।
টুইটারে দেওয়া বিবৃতিতে তারা ওই সাইটের অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত নষ্ট করেছে বলেও জানায়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে অ্যানোনিমাস ইসরায়েলি সরকার বা সেনাবাহিনীর ওয়েবসাইটে আক্রমণ চালাতে অন্য হ্যাকারদের আহ্বান জানায়। এর পর থেকে হামলা চালানো হয় ইসরায়েল সরকারের বিভিন্ন সাইটে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।