ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লার জঙ্গিদের জন্যে পাঠানো একটি অস্ত্রের চালান লক্ষ করে তারা এই হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রকে ওই ঘটনার পর বিষয়টি অবহিত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, ‘অত্যাধুনিক অস্ত্র হিজবুল্লার মতো গোষ্ঠীর হাতে চলে যাওয়ার আশঙ্কা থেকে তারা ওই ধরনের আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করতে পারে যা তাদের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু নয়। ’
ইসরায়েল ৪৮ ঘণ্টার মধ্যে রোববার দ্বিতীয় দফা সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ায় এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধামমিত্রদের ক্ষিপ্ত করে তুলতে পারে এই ধরনের আশঙ্কার মধ্যেও ইসরায়েল কৌশলে এই হামলার ক্ষেত্রে ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষায় থাকেনি।
সিরিয়ায় ইসরায়েলের প্রথম দফা বিমান হামলার পর শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, অত্যাধুনিক অস্ত্র লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার হাতে চলে যাওয়া ঠেকাতে পদক্ষেপ গ্রহণের অধিকার ইসরায়েলের রয়েছে।
তার ঠিক পরদিনই দ্বিতীয় দফা সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
রোববার ভোরের আলো ফোটার আগেই সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের রকেট হামলায় আকাশে দেখা যায় আগুনের ঝলকানি। সেইসঙ্গে বিস্ফোরণের প্রকট শব্দও শোনা যায়।
ঘটনাটিকে দামেস্কের উপকণ্ঠে জামরাইয়া সামরিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলের রকেট হামলা বলে অভিহিত করে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।
এ হামলার মধ্য দিয়ে ইসরায়েলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদেরকে সহায়তা করছে বলেও অভিযোগ করা হয় খবরে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আইনপ্রণেতা শাউল মোফাজ দেশটির সামরিক বেতারে বলেন, “ইসরায়েল সিরিয়ার গৃহযুদ্ধে নাক গলাচ্ছে না। কিন্তু ইসরায়েলকে অবশ্যই লেবাননের জঙ্গিদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।